Top
সর্বশেষ

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

১২ জুন, ২০২৩ ৪:৩৭ অপরাহ্ণ
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। সোমবার সকালে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের উত্তর মল্লিকপুর ও কসবা ইউনিয়নের চন্দ্রনা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান। নিহতরা হলেন, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খলসী গ্রামের মমত কালিমুদ্দিনের ছেলে জিল্লুর রহমান (৮০) ও একই উপজেলার ইসলামপুর এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে মজিবর রহমান আব্বাস (৪০)।

স্থানীয় বাসিন্দা, নিহতের স্বজন ও জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ফতেপুর ইউনিয়নের উত্তর মল্লিকপুর গ্রামে পাকা রাস্তার উপর দিয়ে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হয় জিল্লুর রহমান। অন্যদিকে, কসবা ইউনিয়নের চন্দনা গ্রামে বেলা ১১টার দিকে মোটরসাইকেলে যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় মজিবুর রহমান আব্বাস৷

ওসি মিন্টু রহমান মুঠোফোনে জানান, পৃথক দুটি ঘটনায় পুলিশ মরদেহে উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

শেয়ার