Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

সীতাকুণ্ডে পুকুরে মিললো গৃহবধূর মরদেহ

১২ জুন, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ
সীতাকুণ্ডে পুকুরে মিললো গৃহবধূর মরদেহ
চট্টগ্রাম প্রতিনিধি:: :

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুর থেকে সেলিনা (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড নতুনপাড়া এলাকার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সেলিনা (২৪) ওই এলাকার মো. আরিফের স্ত্রী।

গৃহবধূর স্বামী আরিফ জানান, তার স্ত্রী সেলিনা বেগম রাত একটা দিকে সকলের অলক্ষ্যে ঘর থেকে বের হযে যায়। অনেক খোঁজাখুজির পর পাওয়া যায়নি। পরে সকালে জানতে পারেন পার্শ্ববর্তী আবুল খায়ের মাষ্টারের কলোনির পুকুরে ভাসমান অবস্থায় এক যুবতীর লাশ ভাসছে। সেখানে গিয়ে সে স্ত্রীর লাশ সনাক্ত করেন।

সীতাকুণ্ড থানার এসআই মো. মজিদ জানান, সকালে পুকুরের ভাসতে থাকা অবস্থায় এক নারীর মরদেহ পাওয়া গেছে। সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শেয়ার