Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

চকরিয়া থেকে অপহৃত কিশোরী চট্টগ্রামে উদ্ধার, গ্রেপ্তার ২

১৩ জুন, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ
চকরিয়া থেকে অপহৃত কিশোরী চট্টগ্রামে উদ্ধার, গ্রেপ্তার ২
চট্টগ্রাম প্রতিনিধি:: :

কক্সবাজারের চকরিয়া থেকে অপহৃত এক কিশোরীকে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- চকরিয়ার পশ্চিমপাড়া এলাকার বশির আহমেদের ছেলে সাওয়াল করিম (২২) ও মৃত নূর আহমেদের ছেলে বশির আহমেদ।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

র‌্যাব জানায়, অপহৃত কিশোরী একটি স্কুলের শিক্ষার্থী ছিল। গ্রেপ্তার যুবক সাওয়াল করিম তাকে স্কুলে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে নানাভাবে উত্যক্ত করতো। ওই শিক্ষার্থী বিষয়টি তার পরিবারাকে জানালে তারা ওই যুবকের পরিবারে তা অবগত করে। এতে ওই যুবক ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় তার বাবাকে। গত ১ জুন রাত সাড়ে ৮টায় ভিকটিমের বাবা-মা তার খালার বাড়িতে বেড়াতে যায়। এ সময় সাওয়াল নামে ওই যুবক আরও দুই থেকে তিনজন সহযোগীসহ ভিকটিমকে তার বাড়ি থেকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

নূরুল আবছার জানান, এ ঘটনায় গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ থানাধীন বাংলাবাজার এলাকা থেকে চক্রের মূলহোতা সাওয়াল করিমকে তার আরেক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার সাওয়াল করিম ২০১৮ সালে দুইজন নাবালিকাকে অপহরণ করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। তার বিরুদ্ধে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনটি মামলা রয়েছে।

শেয়ার