Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

শ্বশুর বাড়িতে জামাইয়ের আত্মহত্যা

১৩ জুন, ২০২৩ ৪:৫৩ অপরাহ্ণ
শ্বশুর বাড়িতে জামাইয়ের আত্মহত্যা
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধিঃ :

চাঁদপুরের ফরিদগঞ্জে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে মো. জসিম উদ্দিন (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

গত সোমবার রাতে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী এলাকায় এ ঘটনা ঘটে। জসিম উদ্দিন একই উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর এলাকার জমদ্দার বাড়ীর আবুল কালামের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, জসিম উদ্দিনের স্ত্রীর সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি সময়ে মনোবাদ সৃষ্টি হয়েছে। এতে তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। ঘটনার দিন বিকেলে স্ত্রীকে আনতে জসিম উদ্দিনের বাড়ী একই উপজেলার সকদিরামপুর গ্রাম থেকে তার শ্বশুর বাড়িতে যায়। পরবর্তীতে রাতে বাড়ির একটি বাগানে গাছের সাথে ঝুলন্তবস্থায় শ্বশুর বাড়ির লোকজন মরদেহ দেখতে পেয়ে ডাকচিৎকার করে। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তবে জসিমের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়ে জসিম উদ্দিনের শ্বশুর বাড়ির কাউকে পাওয়া যায়নি।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান বলেন, জসিম উদ্দিনের শ্বশুর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারনে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার