Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

স্যান্ডেলে মিলল ১৫২০ পিস ইয়াবা, আটক-১

১৪ জুন, ২০২৩ ১১:২৫ পূর্বাহ্ণ
স্যান্ডেলে মিলল ১৫২০ পিস ইয়াবা, আটক-১
নোয়াখালী প্রতিনিধি: :

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে অভিযান চালিয়ে আলা উদ্দিন (২৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার পায়ে থাকা স্যান্ডেল থেকে বিশেষ কায়দায় আনা ১৫২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গত মঙ্গলবার বিকেলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামিকে চরজব্বার থানায় হস্তান্তর করা হয়। আটকৃত আলা উদ্দিন উপজেলার চর মজিদ গ্রামের সেরাজুল হকের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে জেলার কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সোনাপুর-কবিরহাট সড়কের ইতালি মার্কেট এলাকায় চেকপোস্ট বসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় কবিরহাট থেকে ছেড়ে আসা একটি সিএনজিকে সন্দেহজনক ভাবে থামার জন্য সিগনাল দিলে সে সিগনাল অতিক্রম করে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই গাড়িটির অবস্থান শনাক্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অবস্থান শনাক্ত হওয়ার পর দ্বিতীয় দফায় জেলা সুবর্ণচর উপজেলায় অভিযান চালানো হয়। অভিযানকালে মঙ্গলবার দুপুরে সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের হাজী আবুল কাশেমের সুবর্ণ ফিলিং স্টেশন এর সামনে থেকে চালক আলা উদ্দিন সহ সিএনজিটি আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাপক জিজ্ঞাসা বাদে আটককৃত আলাউদ্দিন তার পায়ে থাকা স্যান্ডেলের মধ্যে ইয়াবা রয়েছে। তার তথ্যের ভিত্তিতে দুটি স্যান্ডেল থেকে ৭৬০ পিস করে মোট ১৫২০ পিস ইয়াবা জব্দ করা হয়। তার সিএনজি গাড়ি ও মোবাইলটিও জব্দ করা হয়েছে। সে এবং যার কাছে ইয়াবাগুলো পৌঁছে দেওয়ার কথা ছিলো ঘটনায় তাদের দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার