Top
সর্বশেষ

শ্রীবরদীর ১ হাজার ৬শ কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ

১৪ জুন, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ
শ্রীবরদীর ১ হাজার ৬শ কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ
শেরপুর প্রতিনিধি: :

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ১ হাজার ৬শ কৃষক বিনামূল্যে সার ও বীজ পেলেন। বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি অফিস চত্বরে ওই সার ও বীজ বিতরণ করা হয়।

২০২২-২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিদ ২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধানের উফশি জাত আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় এ সার ও বীজ বিতরণ হয়েছে। সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, ইফতেখার ইউনুস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নুসরাত জাহান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, মো. জাকির হোসেন, কৃষি উপসহকারী কর্মকর্তা মো. জিল্লুল রহমান প্রমুখ। উল্লেখ্য ১ হাজার ৬ শ কৃষকের মাঝে ৫ কেজি উফশী ধান বীজ এবং ১০ কেজি ডিএপি, ১০ কেজি পটাশ সার বিতরণ করা হয়।

শেয়ার