Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

মা-মেয়েকে হত্যার ঘটনায় সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

১৪ জুন, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ
মা-মেয়েকে হত্যার ঘটনায় সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ
নোয়াখালী প্রতিনিধিঃ :

নোয়াখালীতে বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। বুধবার বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ বিক্ষোভ কর্মসূচি এ রিপোর্ট লেখা পর্যন্ত (পৌনে ৫ টা) চলমান রয়েছে। বিক্ষোভে প্রায় ১ হাজার স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় নূর নাহার বেগম ও তার এসএসসি ফল প্রার্থী মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীর হত্যাকান্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য, বুধবার সকাল আনুমানিক ১১ টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর গুপ্তাংক বারলিংটন মোড় এলাকায় বাসায় ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আলতাফ হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে এই হত্যাকান্ডের কোন কারণ এখনও জানাতে পারেনি পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোর্তাহীন বিল্লাহ জানান, আটককৃত আলতাফ হোসেনকে সকাল থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত সে খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে নি। পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করে যাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।

শেয়ার