Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

মায়ের পরকীয়ার জেরেই মা-মেয়েকে কুপিয়ে খুন

১৫ জুন, ২০২৩ ১১:২১ পূর্বাহ্ণ
মায়ের পরকীয়ার জেরেই মা-মেয়েকে কুপিয়ে খুন
নোয়াখালী প্রতিনিধিঃ :

পরকীয়ার জের ধরেই নোয়াখালীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আটক ওমান প্রবাসী আলতাফ হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছে বলেও জানিয়েছে পুলিশ। গত বুধবার সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম এসব বিষয় তুলে ধরেন।

তিনি জানান, রং নাম্বারে কলের সূত্র ধরে গত ৪ মাস আগে ওমান প্রবাসী আলতাফ হোসেনের (২৮) সাথে নুর নাহার বেগমের (৪০) পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে উভয়ের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের এক পর্যায়ে নুর নাহার বেগম প্রবাসী আলতাফকে দেশে এসে ব্যবসা করতে বলে। ব্যবসায়ের প্রাথমিক মূলধন হিসেবে আলতাফকে আড়াই লক্ষ টাকা দেয়ার আশ্বাস দেন নুর নাহার। তার আশ্বাসে ওমানের ভিসা বাতিল করে গত ৮ জুন পরিবারের সবার অজান্তে দেশে ফিরে আসে আলতাফ। দেশে এসে টাকার জন্য নুর নাহারের বাসায় ৪-৫ বার দেখা করে তাকে টাকা দিতে বললে নুর নাহার তাতে কালক্ষেপন করতে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে নুর নাহারের ক্ষতি করার জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকে আলতাফ।

পুনরায় টাকা চাওয়ার জন্য নুর নাহারের বাসায় গেলে সে টাকা দিতে অস্বীকার করে। কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সাথে নেয়া নতুন একটি ছোরা দিয়ে এলোপাতাড়ি নুর নাহারকে কোপাতে থাকে আলতাফ। এ সময় নুর নাহার বেগমের মেয়ে ফাতেহা আজিম প্রিয়ন্তী (১৭) মায়ের চিৎকারের শব্দ শুনে তার মাকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে আলতাফ হোসেন তাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে আহত প্রিয়ন্তী দৌঁড়ে নিচে নেমে আসলে তার পিছু পিছু আলতাফ হোসেন ও দৌঁড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। স্থানীয়রা প্রিয়ন্তীকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আর নুর নাহার বেগমের রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলতাফ খুনের বিষয়টি স্বীকার করে।

শেয়ার