Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

ডা: পদবী ব্যবহার নিয়ে ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈঠক

১৫ জুন, ২০২৩ ১১:৩৫ পূর্বাহ্ণ
ডা: পদবী ব্যবহার নিয়ে ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈঠক
ফরিদগঞ্জ,চাঁদপুর প্রতিনিধি: :

উচ্চ আদালতের নিষোধাজ্ঞা স্বত্ত্বেও চাঁদপুরের ফরিদগঞ্জে ডিপ্লোমা চিকিৎসককে ডা: পদবী ব্যবহার করার কারণে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা করা হয়েছে। বিষয়টি ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নজরে আসায় তারা আদালতের নির্দেশনার বিষয়টি নজরে আনতে উপজেলা নিবার্হী কর্মকর্তা সাথে যোগাযোগ করতে আসেন।

পরে তাকে না পেয়ে তার প্রশাসনিক কর্মকর্তা সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন। একইদিন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফ আহমেদ চৌধুরী’র সাথে আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. মো. সফিউল্ল্যাহ, দপ্তর সম্পাদক ডা. ফরিদ উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডা. মিঠুন দেবনাৎ, সদস্য ডা. মো. ইয়াছিন, নয়ন চন্দ্র বসু, রিয়াদ হোসেন, সুমিত, কামরুন নাহার শান্তা প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার ১২ জুন ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত কামরুন্নাহার শান্তা নামে এক চিকিৎসককে ডা: পদবী ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।

শেয়ার