Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

বসুরহাট পৌরসভার বাজেট ঘোষণা করলেন মেয়র কাদের মির্জা

১৫ জুন, ২০২৩ ৩:০১ অপরাহ্ণ
বসুরহাট পৌরসভার বাজেট ঘোষণা করলেন মেয়র কাদের মির্জা
নোয়াখালী প্রতিনিধিঃ :

নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ৯৮ কোটি ৪৬ লাখ ৩১ হাজার ৪৮৩ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র আবদুল কাদের মির্জা। বৃহস্পতিবার সকালে পৌরসভায় মেয়রের নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মী, কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তাদের উপস্থিতিতে বাজেট ঘোষণা করেন তিনি।

বাজেটে রাজস্ব আয় খাতে ট্যাক্সেস থেকে ৭ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকা, উন্নয়ন অনুদান ৫৮ কোটি ৫০ লাখ টাকা, মূলধন আয় ৬০ লাখ টাকা ধরা হয়েছে। এছাড়া ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় বাজেটে অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে ৫৮ কোটি ৫০ লাখ টাকা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা খাতে ৩ কোটি টাকা, শিক্ষা ও সংস্কৃতি খাতে ৪০ লাখ টাকা, সমাপনী স্থিতি জের ধরা হয়েছে ৭ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৪৮৩ টাকা।

বাজেট ঘোষণা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র আবদুল কাদের মির্জা। এসময় তিনি বলেন, ‘পৌরসভার নাগরিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, যানজট নিরসন এবং অন্য সমস্যা সমাধানে আমরা সচেষ্ট আছি। নাগরিক সুবিধা বৃদ্ধি এবং নানা সমস্যা সমাধানে আমি গণমাধ্যমের সহযোগিতা কামনা করছি।’

এ সময় উপস্থিত ছিলেন- বসুরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হালিম উল্যাহ, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মাঈন উদ্দিন, প্যানেল মেয়র নুর হোসেন ফরহাদ, কাউন্সিলর হারুন অর রশীদ শাহেদ, নুর নবী সবুজ, এবিএম ছিদ্দিক, মো. রাসেল, জসিম উদ্দিন, আবুল হোসেন আরজু, সাইফুর রহমান, রওশন আরা মিলি, মাকসুদাহ আক্তার, হাছিনা আক্তারসহ পৌরসভার অন্য কর্মকর্তারা।

শেয়ার