Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

বঙ্গবন্ধুর মুর‍্যাল ভাঙচুর : অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৫ জুন, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর মুর‍্যাল ভাঙচুর : অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি:: :

চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও মুর‍্যাল ভাঙচুরের ঘটনায় নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি নোসাদ আল জাসেদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি দোনলা বন্দুক উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার স্পিনা রানী প্রামানিক। পরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে বুধবার চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ করে বিএনপি। বহদ্দারহাট ও চকবাজার থেকে আসা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা চকবাজার, গণিবেকারি হয়ে জামালখান মোড়ে আসতেই কাচের তৈরি বঙ্গবন্ধুর দেয়ালচিত্র ভাঙতে শুরু করে।

স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে জামালখান এলাকায় বঙ্গবন্ধুর ছবি দিয়ে দেয়ালচিত্র বানানো হয়েছিল।

পরে যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- বাকলিয়া ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব সিদ্দিকী, বাকলিয়া ওয়ার্ডের ৪নং ইউনিট ছাত্রদলের সভাপতি এরফান, বাকলিয়া ওয়ার্ড যুবদল কর্মী নুরুল ইসলাম প্রকাশ মাসুম, চাঁন্দগাও থানা যুবদল কর্মী ইমন খান ও বাকলিয়া ওয়ার্ড যুবদল কর্মী মহিউদ্দিন হাসান ইমন।

 

শেয়ার