Top
সর্বশেষ

সেতু না থাকায় খেয়া নৌকা ও রেল সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার

১৭ জুন, ২০২৩ ১১:১৫ পূর্বাহ্ণ
সেতু না থাকায় খেয়া নৌকা ও রেল সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার
পাবনা প্রতিনিধি :

পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নে গুমাণি নদীতে সেতু না থাকায় খেয়া নৌকা ও রেল সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন তিন উপজেলার কয়েক হাজার মানুষ ও কোমলমতি শিক্ষার্থী।

এই ইউনিয়নের এক প্রান্ত দিয়ে বয়ে গেছে খরস্রতা গুমাণি নদী। নদীর পশ্চিমপাড়ে উপজেলা সদরসহ কয়েক গ্রাম। আর পূর্বপাড়ে উপজেলার কৈডাঙ্গা নতুনপাড়া, বেতুয়ান, পুঁইবিল, চকলক্ষীকোল, মাগুরা, কাজীটোল, দিলপাশা,পাশ্ববর্তী ফরিদপুর উপজেলার এরশাদনগর, চাচকিয়াও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কয়েকটি গ্রাম।

এই দুই পাড়ের মানুষ ও কমলমতি ছাত্র-ছাত্রীদের নদী পাড়াপারে জন্য নেই কোন ব্রীজ। যে কারণে তাদের এক মাত্র ভরসা নৌকা। অনেকে আবার জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে রেল সেতু দিয়ে। রেল সেতুদিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা। রেল সেতু দিয়ে চলাচলের সময় ট্রেন চলে আসলে জীবন বাঁচাতে ব্রীজ থেকে নদীতে ঝাঁপ দিতে হয়।

নদীর এপার ওপার দুই পারেই রয়েছে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হয় শিক্ষার্থীদের। জমির ফসল পরিবহনেও পরতে ভুগান্তিতে। ইতিমধ্যে নদীতে কচুরীপানা থাকায় নৌকা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে ভোগান্তী দ্বিগুণ। আর এই ভোগান্তি থেকে রেহায় পেতে নদীতে একটি ব্রীজ নির্মাণের দাবি জানিয়েছেন দুই পাড়ে বসবাসরতরা।

স্থানীয় বাসিন্দা রতন হোসেন জানান, নদীতে সেতু না থাকায় রেল লাইন দিয়ে মানুষ পারাপার হয়। অনেকেই জমির ফসল এপার থেকে ওপারে নিয়ে যায় রেল সেতু দিয়ে। পূর্বেও এই ব্রিজে অনেক দুর্ঘটনা ঘটেছে। এ যাবৎ প্রায় ২ শতাধিক নারী-পুরুষ এই রেল লাইনে কাটা পড়েছেন। গত বছর একজন এই রেল লাইন দিয়ে পারাপারের সময় ট্রেনে কাটা পড়েছিলেন। তার লাশ হয়েছিল প্রায় ৩০ টুকরা। বস্তায় করে লাশের বিভিন্ন অংশ নিয়ে জানাজা করানো হয়।

স্কুল শিক্ষার্থী আলিফ হোসেন বলেন, আমরা অনেক সময় নদী পারাপারের সময় নৌকা পাই না। এ কারণে স্কুলের দেরি হয়ে যায়। তাই সঠিক সময় স্কুলে যাওয়ার জন্য আমরা রেল সেতু দিয়েই পার হই৷ রেললাইন দিয়ে যেতে যেতে ট্রেন চলে আসলে আমরা তখন নদীতে ঝাঁপ দিয়ে পড়ি। এখানে যদি একটা সেতু নির্মাণ করা হয় তাহলে সবার উপকার হয়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শাহীন হোসেন জানায়, পূর্বে যদিও মাঝে মাঝে নৌকা পারাপার হতো নদী দিয়ে। আমরা নৌকায় পার হতাম। কিন্তু এখন নদীতে কচুরিপানা হওয়ায় নৌকা চলাচল করতে পারছে না। এ কারণে এখন রেল সেতু দিয়ে বেশিরভাগ মানুষ এপার থেকে ওপার যাচ্ছে ।

এ বিষয়ে ভাঙ্গুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাকে বিল্লাহ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ব্রীজটির প্রয়োজনীয়তা আছে দাবি করে বলেন, এই ব্রিজে অনেক দুর্ঘটনা ঘটেছে। সকলেই এই ব্রীজটি এক নামে চেনে। ব্রিজের পাশে একটি সেতু নির্মাণ করা খুবই জরুরী। এ ব্যাপারে অনেকে আমাকে বলেছেন। ইনশাআল্লাহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব ব্রিজ নির্মাণ করার চেষ্টা করব।

শেয়ার