Top
সর্বশেষ

৭ উইকেট হারিয়ে ধুঁকছে আফগানরা

১৭ জুন, ২০২৩ ১২:০০ অপরাহ্ণ
৭ উইকেট হারিয়ে ধুঁকছে আফগানরা
স্পোর্টস ডেস্ক :

একশ’র আগে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে আফগানরা, ফলে রেকর্ড ব্যবধানে জয়ের দুয়ারে বাংলাদেশ। দেড় ঘণ্টায় আফগানিস্তান তুলেছে ৫৫ রান, তবে হারিয়েছে ৫ উইকেট। শেষ পর্যন্ত আফগানিস্তান পেরিয়েছে ১০৬।

তাসকিন আহমেদের অফ স্টাম্পের বাইরে পিচ করা ডেলিভারি সাঁই করে ঢুকে গেল ভেতরে। সময়মতো ব্যাট নামাতে পারলেন না করিম জানাত। উপড়ে গেল তার অফ স্টাম্প।

চলতি ইনিংসে তাসকিনের তৃতীয় শিকার এটি। একশ’র আগে ৭ উইকেট নিয়ে রেকর্ড ব্যবধানে জয়ের দুয়ারে বাংলাদেশ। ক্রিজে দুই ব্যাটসম্যান আমির হামজা হোতাক ও ইয়ামিন আহমাদজাই।

বিপি/এএস

শেয়ার