Top
সর্বশেষ

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড : এসপি-ওসি ৭২ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি

১৭ জুন, ২০২৩ ১:১৫ অপরাহ্ণ
সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড : এসপি-ওসি ৭২ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি
জামালপুর প্রতিনিধি : :

জীবনের নিরাপত্তায় পুলিশ প্রশাসনের কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডে শিকার হওয়ার দাবি করে জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাসির উদ্দিন আহমেদ এবং বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানার ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার দাবি করেছেন জেলার ইসলামপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

শনিবার বেলা ১১টায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর জেলা এবং একাত্তর টেলিভিশন ও দৈনিক মানবজমিন পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইসলামপুর থানা মোড় বটতলা চত্বরে ইসলামপুর প্রেসক্লাবের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচিতে এসপি-ওসির প্রত্যাহারের দাবি করা হয়।

ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই মানববন্ধনে দৈনিক সংবাদের সাবেক সহসম্পাদক ও কলামিস্ট এম. কে. দোলন বিশ্বাস বলেন, ‌‌’গোলাম রব্বানী নাদিম ছিলেন সত্যিকার অর্থেই একজন সৎ ও সাহসী সাংবাদিক । সত্য খবর প্রকাশ করার অপরাধে তাকে আজ সন্ত্রাসীদের হাতে প্রাণ দিতে হয়েছে। হত্যাকাণ্ডে শিকার হওয়ার আগে একাধিকবার হামলার শিকার হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিড়িওতে আকুতি জানিয়ে ছিলেন সাংবাদিক নাদিম। এছাড়া বকশীগঞ্জ থানায় আবেদন করেছিলেন। কিন্তু পুলিশ প্রশাসন কোনো ধরনের আইনি সহায়তা দেয়নি।’

কলামিস্ট এম. কে. দোলন বিশ্বাস আরও বলেন, ‘যদি সাংবাদিক নাদিমের জীবনের নিরাপত্তায় পুলিশ প্রশাসন আগে থেকেই আইনগত ব্যবস্থা গ্রহণ করতো, তাহলে সাংবাদিক নাদিমকে সন্ত্রাসীদের হাতে আজ প্রাণ দিতো হতো না। নাদিমের জীবনের নিরাপত্তা না দেওয়ার দায় কোনোভাবেই এড়াতে পারেন না এসপি নাসির উদ্দিনস আহমেদ এবং ওসি মো. সোহেল রানা। একারণে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ওই দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহারের দাবি করছি।’

এসময় অন্যন্যাদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ফিরোজ খান লোহানী, খাদেমুল হক বাবুল ,রহিমা সুলতানা মুকুল, শহিদুল ইসলাম কাজল,রোকনুজ্জামান সবুজ, সাহিদুর রহমান, কোরবান আলী, আশিকুর রহমান চায়না,মশিউর রহমান টুটুল প্রমূখ। বক্তব্যরা সাংবাদিক নাদিমের জীবনের নিরাপত্তা দিতে দায়িত্ব অবহেলা করায় এসপি নাসির উদ্দিনস আহমেদ এবং ওসি মো. সোহেল রানাকে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি করেন।

উল্লেখ্য, গণমাধ্যমে খবর প্রকাশের জের ধরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুল আলম বাবু ক্ষিপ্ত হয়ে তার সন্ত্রাসীবাহিনী দিয়ে গত ১৪ জুন রাত ১০টার দিকে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে সাাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর নৃশংস হামলা চালায় দুর্বত্তরা। পরদিন ১৫ জুন বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত শুক্রবার দুপুরে দুই দফা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। গোলাম রাব্বানী নাদিম উপজেলার নীলাখিয়া ইউনিয়নের গোমের চর গ্রামের আবদুল করিমের ছেলে।

শেয়ার