Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

নোয়াখালীর সুবর্ণচরে পিকআপ চাপায় এক শিশু নিহত

১৭ জুন, ২০২৩ ১:৪৫ অপরাহ্ণ
নোয়াখালীর সুবর্ণচরে পিকআপ চাপায় এক শিশু নিহত
নোয়াখালী প্রতিনিধিঃ :

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে পিকআপ চাপায় আশিক হোসেন (১০) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল থেকে পিকআপ সহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

শনিবার সকাল ১০টার দিকে সোনপুর-চেয়ারম্যানঘাট সড়কের চরবাটা ভূইয়ারহাট বাজার সংলগ্ন ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক হোসেন হাতিয়া উপজেলার আফাজিয়া গ্রামের পূর্ব আজিম নগরের আশ্রাফ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাতিয়ার আফাজিয়া থেকে তার দাদার সাথে সুবর্ণচরের ভূইয়ারহাট বাজার এলাকায় আসে শিশু আশিক। সকাল ১০টার দিকে পায়ে হেঁটে দাদার সাথে ভূইয়ারহাট বাজার সংলগ্ন ব্রিজটি পার হচ্ছিলো আশিক। এসময় সুবর্ণচর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির পিকআপ পিছন থেকে আশিককে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় সে। উপস্থিত লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত এগিয়ে এসে চালক সহ পিকআপটি আটক করে চরজব্বার পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। চালক সহ গাড়িটি আটক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার