Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে চাঁদপুরে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১৭ জুন, ২০২৩ ৪:৪৮ অপরাহ্ণ
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে চাঁদপুরে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
চাঁদপুর প্রতিনিধি :

৭১ টিভি ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নৃশংস হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

শনিবার বেলা ১২টার দিকে উপজেলার প্রশাসনিক দপ্তরের সদর গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চাঁদপুরের শাহরাস্তিতে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহনে মানববন্ধন ও সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সূচীপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির লিটন ভূঁইয়া ।

এতে সভাপতিত্ব করেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি ও ৭১ টিভির প্রতিনিধি মোঃ মঈনুল ইসলাম কাজল,শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, সদস্য মীর হেলাল, সজল পাল, ফয়েজ আহমেদ, কামরুজ্জামান সেন্টু, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি জামাল হোসেন, শাহরাস্তি সাংবাদিক ঐক্য পরিষদের সহ সভাপতি মোঃ হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারী, দৈনিক জনপদ বার্তা’র সম্পাদক, বাংলাদেশ সমাচারের শাহরাস্তি প্রতিনিধি ও শাহরাস্তি সাংবাদিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রাফিউ হাসান হামজা, চাঁদপুর দিগন্তের উপজেলা প্রতিনিধি শাহ আলম ভূঁইয়াসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মূল আসামী বাবু ভারতে পালিয়ে যাবার প্রাক্কালে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক পঞ্চগড় থেকে গ্রেফতার করায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বাকিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের কাঠগোড়ায় দাঁড় করাতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। অবিলম্বে রাষ্ট্র কর্তৃক সাংবাদিক সুরক্ষা আইন-প্রণয়নের দাবি তোলেন বক্তারা। সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন না করা পর্যন্ত উপজেলায় কর্মরত সাংবাদিকদের আন্দোলন চলবে বলে জানানো হয়।

শেয়ার