Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

ইউপি সদস্যের উপর হামলা ও মিথ্যা মামলার দাবিতে মানববন্ধন

১৭ জুন, ২০২৩ ৫:৫৮ অপরাহ্ণ
ইউপি সদস্যের উপর হামলা ও মিথ্যা মামলার দাবিতে মানববন্ধন
ফরিদগঞ্জ চাঁদপুর প্রতিনিধি :

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ২ বারের নির্বাচিত ইউপি সদস্য মো. এমরান হোসেন তালুকদারকে হত্যার উদ্দেশ্য কিশোর গ্যাং কর্তৃক হামলা ও হয়রানী মূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গত শুক্রবার ইউনিয়নের সাহাপুর এলাকায় ফরিদগঞ্জ-পাটওয়ারী বাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে আলমগীর হোসেন পাটওয়ারী, ফরিদ আহমেদ তালুকদার, সেকু গাইন,আবুল খায়ের মনা, আলিফ খান মাস্টার, মফিজ শেখ মাস্টার, নেছার আহমেদ খান, আমির ফকির, জাহাঙ্গীর শেখ, পরান খান ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেনী পেশার-মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী কয়েকজন বলেন, গত কয়েকদিন পূর্বে ইউপি সদস্য এমরান হোসেন তালুকদারকে হত্যার উদ্দেশ্য কিশোর গ্যাং হিরনের নেতৃত্বে কয়েকজন মিলে রাতের আঁধারে মারধর করে। পরে তারা নিজেদের রক্ষা করতে ইউপি সদস্য এমরান হোসেন তালুকদারসহ কয়েকজনকে হয়রনী করতে মিথ্যা মামলা দায়ের করে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

শেয়ার