Top

৫ বছর আগে মারা যাওয়া ব্যক্তির নামে স্বেচ্ছাসেবক লীগ নেতার মামলা

১৮ জুন, ২০২৩ ১১:১৪ পূর্বাহ্ণ
৫ বছর আগে মারা যাওয়া ব্যক্তির নামে স্বেচ্ছাসেবক লীগ নেতার মামলা
নোয়াখালী প্রতিনিধিঃ :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের দায়ের করা আওয়ামী লীগের মামলায় বিএনপির ৯৩ নেতাকর্মীর মধ্যে মৃত ব্যাক্তির নামও আসামির তালিকায় রয়েছে। একই মামলায় স্ত্রীর চিকিৎসায় প্রবাসে থেকেও প্রধান আসামি হয়েছেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শিল্পপতি মোহাম্মদ ফখরুল ইসলাম।

স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আলমগীর হোসেনের দায়ের করা মামলায় এফআইআর’ভুক্ত ৪৯ নং আসামী বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ডের মৃত আবদুল মালেকের ছেলে মৃত নিজাম উদ্দিন দিপু (৫৩)। আমেরিকা প্রবাসী নিজাম উদ্দিন দিপু ২০১৮ সালের ২০ আগষ্ট মৃত্যুবরণ করেন। এ মৃত ব্যাক্তিকে মামলায় আসামী করায় কোম্পানীগঞ্জ উপজেলার রাজনৈতিক-অরাজনৈতিক মহলে ব্যাপক তীর্যক আলোচনা-সমালোচনা চলছে।

গত বৃহস্পতিবারের সংঘর্ষকে কেন্দ্র করে গত শুক্রবার স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় ৯৩ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ ২৫০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন।

এদিকে স্ত্রীর চিকিৎসায় বিদেশে থাকা সত্ত্বেও আওয়ামী লীগের দায়ের করা মামলায় বিএনপি নেতা মোহাম্মদ ফখরুল ইসলামকে প্রধান আসামী করায় তীব্র নিন্দাও ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি।

বিএনপি নেতা ফখরুল ইসলাম টেলিফোনে অভিযোগ করে বলেন, স্ত্রীর চিকিৎসার কাজে গত ৫ জুন থেকে আমি দেশের বাইরে অবস্থান করছি। ছাত্রলীগ সশস্ত্র হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের আহত করে আবার আমাদেরই বিরুদ্ধে মিথ্যা গায়েবি মামলা করেছে। প্রতিহিংসা বসত এ ফরমায়েশি মামলা করে আমাকে বাকরুদ্ধ ও হতবাক করেছে। আমার দীর্ঘদিনের ইমেজ ও সুনাম নষ্ট করে কোম্পানীগঞ্জকে সন্ত্রাসের অভয়ারন্য করবার চক্রান্ত ও নীল নকশার অংশই হল এ হামলা-মামলা। নিশ্চয়ই আদালতে আমরা এর সুবিচার পাবো। মিথ্যা গায়েবী মামলায় কোন নেতাকর্মীকে যেন গ্রেফতার ও হয়রানী না করা হয়, সেজন্য জোর দাবী জানাচ্ছি।

বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন টিপু জানান, আমেরিকা প্রবাসী মৃত নিজাম উদ্দিন দিপু ২০১৮ সালের ২০ আগষ্ট মৃত্যুবরণ করেছিলেন। তাকে এ মামলার আসামী করায় আমরাও হতবাক হয়েছি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, মামলার প্রধান আসামি বিএনপি নেতা ফখরুল ইসলাম প্রবাসে আছে কি নেই এবং মৃত ব্যাক্তিকেও আসামি করার বিষয়টি আমার জানা নেই। তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে। মৃত ব্যক্তি মামলার আসামি হতে পারে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি বিব্রতকর। আমি কোন মন্তব্য করতে চাই না।

প্রসঙ্গত; গত বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বে সরকারী মুজিব কলেজ গেইট, হাসপাতাল গেইট এবং থানার সামনে প্রধান সড়কে তিন দফায় বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাসহ বিএনপির ৮জন আহত হয়। এ ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর হোসেন বাদী হয়ে ৯৩জন বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখসহ ২৫০জনকে অজ্ঞাত আসামি করে গত শুক্রবার মামলা করে।

শেয়ার