Top

আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবলীগ নেতা নিহত

১৮ জুন, ২০২৩ ১১:৩১ পূর্বাহ্ণ
আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবলীগ নেতা নিহত
চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোবারক হোসেন বাবু (৪৮) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছে। এ ঘটনায় আরো বেশ ক’জন গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে ইমন ও জহির নামে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

গত শনিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুর শরীরে ১৫ টির অধিক গুলিবিদ্ধ হয়েছে বলে জানান, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

স্থানীয়রা জানান, গত শনিবার বিকেলে পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগের ২টি গ্রুপ দেশীয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ দু’গ্রুপের একটি হচ্ছে সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া গ্রুপ এবং অপর পক্ষ মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজান গ্রুপ। সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে মায়া চৌধুরীর কর্মী যুবলীগ নেতা মোবারক হোসেন বাবু নিহত।

খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এ ঘটনায় বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেয়া হলে তিনি সেখানে মারা যান। এছাড়া অপর একজন আহতের খবর পেয়েছি। তিনি আরো জানান, বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আপাতত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।

শেয়ার