Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

ঈদকে সামনে রেখে সক্রিয় চক্র,জাল টাকা সহ গ্রেপ্তার-১

১৮ জুন, ২০২৩ ১:১৬ অপরাহ্ণ
ঈদকে সামনে রেখে সক্রিয় চক্র,জাল টাকা সহ গ্রেপ্তার-১
নোয়াখালী প্রতিনিধিঃ :

পবিত্র ঈদ-উল-আজহাকে সামনে রেখে নোয়াখালীর কবিরহাট সহ জেলার বিভিন্ন এলাকায় জাল টাকা সরবরাহকারীদের মধ্যে মো. শিহাব ((২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২৯হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। অভিযানকালে শাহ পরান সহ এ চক্রের কয়েকজন সদস্য পালিয়ে যায়।

রোববার দুপুরে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে শনিবার দিবাগত রাতে নতুন শাহজীরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শিহাব মাদারীপুর জেলার শিবচর থানার উৎরাইল গ্রামের বাবুলের ছেলে। বর্তমানে সে চট্টগ্রামের পতেঙ্গা থানার কাটগড় এলাকায় থাকে।

পুলিশ জানায়, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে কবিরহাট পৌর এলাকার নতুন শাহজীরহাট বাজারের একটি দোকান এক ব্যক্তি জাল টাকা দিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে ওই বাজারে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাল টাকা চক্রের ২-৩জন সদস্য পালিয়ে গেলেও শিহাবকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেহে তল্লাশি চালিয়ে এক হাজার টাকার ২৯টি জাল নোট জব্দ করা হয়, জব্দকৃত প্রতিটি নোটের গায়ে ঘ ঠ ৮৮২৪২৮৪ নম্বর লেখা ছিলো।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীরা আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বিভিন্ন এলাকার হাট বাজারে জাল টাকা ব্যবহার করে আসতেছে। শিহাব ওই চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ঢাকার শ্যামপুর, যাত্রাবাড়ী সহ বেশ কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার