Top

অসুস্থ পশু বিক্রি বন্ধে ৭৩ মেডিকেল টিম

১৮ জুন, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ
অসুস্থ পশু বিক্রি বন্ধে ৭৩ মেডিকেল টিম
চট্টগ্রাম প্রতিনিধি:: :

চট্টগ্রামে কোরবানির হাটে অসুস্থ পশু বিক্রি বন্ধে থাকবে প্রাণিসম্পদ অধিদফতরের ৭৩টি মেডিকেল টিম। রবিবার (১৮ জুন) চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলমগীর এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘এবার হাটে রোগাক্রান্ত কোনও প্রাণী বিক্রি করতে দেওয়া হবে না। এ ছাড়া ক্ষতিকর ওষুধে প্রাণীকে মোটাজাত করা হয়েছে– এমন তথ্য পাওয়া গেলে কিংবা কেউ অভিযোগ করলে তা যাচাই করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে সেই প্রাণী হাট থেকে বের করে দেওয়া হবে। এবার নগরী ও জেলা মিলিয়ে ২২২টি স্থায়ী ও অস্থায়ী হাট রয়েছে। এর মধ্যে স্থায়ী হাটের সংখ্যা ৬০টি এবং অস্থায়ী হাটের সংখ্যা ১৬২টি। এসব হাটে তদারকিতে থাকবে ৭৩টি মেডিক্যাল টিম।’

জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায়, ২২২টি হাটের মধ্যে মিরসরাইয়ে স্থায়ী ও অস্থায়ী মিলে ২১টি, সীতাকুণ্ডে ১০টি, সন্দ্বীপে ১৪টি, ফটিকছড়িতে ৩০টি, রাউজানে ২২টি, রাঙ্গুনিয়ায় ২০টি, হাটহাজারীতে ৭টি, বোয়ালখালীতে ১২টি, পটিয়ায় ১০টি, চন্দনাইশে ১৪টি, আনোয়ারায় ১৫টি, সাতকানিয়ায় ৭টি, লোহাগাড়ায় ১৬টি, বাঁশখালীতে ১১টি, কর্ণফুলীতে ২টি, কোতয়ালিতে ৪টি, ডবলমুরিংয়ে ৫টি এবং পাঁচলাইশে ২টি গবাদি প্রাণীর হাট বসছে। এসব হাট তদারকিতে থাকবে ৭৩টি মেডিকেল টিম।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, চট্টগ্রামে এবার কোরবানিতে ৮ লাখ ৭৯ হাজার ৭১৩টি প্রাণীর সম্ভাব্য চাহিদা রয়েছে। এর মধ্যে স্থানীয় খামারে এবং কৃষকদের কাছে বিক্রিযোগ্য প্রাণী রয়েছে ৮ লাখ ৪২ হাজার ১৬৫টি।

শেয়ার