Top

নাটক-সিনেমাতে ত্যাজ্যপুত্র কার্যকর হলেও বাস্তবে ! মুসলিম পারিবারিক আইনে ত্যাজ্যপুত্রের কোন ভিত্তি নেই

১৯ জুন, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ
নাটক-সিনেমাতে ত্যাজ্যপুত্র কার্যকর হলেও বাস্তবে ! মুসলিম পারিবারিক আইনে ত্যাজ্যপুত্রের কোন ভিত্তি নেই
মতামত প্রতিবেদক :

আগেকার দিনে নাটক সিনেমায় ত্যাজ্যপুত্র কথাটি সবচেয়ে বেশি পরিচিত ছিল! বিশেষ করে হিরোকে ত্যাজ্য ঘোষণা করা হইতো! তখন সিনেমার পর্দায় দেখা মিলতো হিরো বাসার বাহিরে বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চ টার্মিনালে রাত্রি যাপন করে! তবে সেই সিনেমার বাস্তব রূপ দিতে চেষ্টা চালাচ্ছে আলিফ মাহমুদ রুদ্র এবং তাঁর বাবা রাসেল মোল্লা, যদিও মুসলিম পারিবারিক আইনে ত্যাজ্যপুত্রের কোন ভিত্তি নেই ।

আলিফ মাহমুদ রুদ্র ছাত্রলীগ করায় বাবা রাসেল মোল্লা ছেলের ওপর অসন্তুষ্ট হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্যাজ্যপুত্র ঘোষণা করেন। এবং হলফনামার মাধ্যমে নোটারি পাবলিকের সামনে সন্তানকে ত্যাজ্য বলে স্বীকৃতি দেয়।

আমাদের দেশের নাটক-সিনেমাতে তো ঘোষণা করামাত্রই পুত্র ত্যাজ্য হয়ে যায়। কিন্তু প্রচলিত আইনে ত্যাজ্যপুত্রের ঘোষণার কোনো ভিত্তি নেই। এটা মূলত একটি ভ্রান্ত ধারণা। ত্যাজ্য বলে ঘোষণা করলেই পুত্র ত্যাজ্য হয়ে যায় না। এটা মূলত লোকমুখে প্রচলিত একটি শব্দ মাত্র । মুসলিম পারিবারিক আইনে এর কোন বৈধতা নাই ।

আমাদের সমাজে প্রচলিত ধারণা হচ্ছে, যদি কোনো মা-বাবা তাঁর সন্তানকে ত্যাজ্য হিসেবে ঘোষণা করেন তবে সেই সন্তান চিরতরে তাঁর মা-বাবার সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হবেন। অনেক সময় দেখা যায় যে বাবা তাঁর সন্তানকে ত্যাজ্য হিসেবে ঘোষণা করেন এবং হলফনামা করে লিখে দেন যে তাঁর মৃত্যুর পর সেই সন্তান সম্পত্তির কোনো অংশীদার হবেন না। এ ধরনের ঘোষণার আদৌ কোনো আইনি ভিত্তি নেই।

মুসলিম পারিবারিক আইনে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে কারা সম্পত্তির উত্তরাধিকার হবেন এবং তাঁদের অংশ কতটুকু হবে। মুসলিম আইন অনুযায়ী জন্মসূত্রেই কোনো সন্তান তাঁর পরিবারের সম্পত্তিতে উত্তরাধিকার অর্জন করেন এবং তাঁদের এ অধিকার কোনোভাবেই খর্ব করা যায় না।

তবে কোনো মা-বাবা দান, উইল বা বিক্রয়ের মাধ্যমে তাঁদের সম্পত্তি যে কারও কাছে হস্তান্তর করতে পারেন। এখানে মনে রাখতে হবে মুসলিম আইনে উইলের দ্বারা এক-তৃতীয়াংশের বেশি হস্তান্তর করা যায় না এবং ওই ব্যক্তির মৃত্যুর পর তা কার্যকর হবে। জীবিতকালে কোনো মা-বাবা তাঁদের সম্পত্তি অন্য কাউকে যথাযথ উপায়ে দান না করে গেলে কিংবা বিক্রয় করে না গেলে মৃত্যুর পর তাঁদের সন্তানেরা অবধারিতভাবেই উত্তরাধিকারী হিসেবে সেই রেখে যাওয়া সম্পত্তির অংশীদার হবেন।

কিন্তু জীবিতকালে শুধু ত্যাজ্যপুত্র বলে ঘোষণা করে ভবিষ্যতে সন্তানেরা সম্পত্তি থেকে বঞ্চিত হবেন বলে দিলেই সন্তানেরা ত্যাজ্য হয়ে যাবেন না। সন্তানেরা অবশ্যই বাবা-মায়ের সম্পত্তির অংশীদার হবেন। যেকোনো দলিল সম্পাদন কিংবা হলফনামার মাধ্যমে ত্যাজ্য করার ঘোষণা আইনের চোখে অচল এবং আদালতের মাধ্যমে বলবৎ করার সুযোগ নেই। যদি এমন হয় বাবা-মা ত্যাজ্যপুত্র বলে সন্তানদের ঘোষণা দিয়ে গেছেন এবং এ জন্য অন্য অংশীদারেরা তাঁদের সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন তাহলে সন্তানেরা আইনের আশ্রয় নিতে পারেন।

চাইলে দেওয়ানি আদালতে বাবা-মায়ের করা দলিলটি বাতিল চেয়ে মোকদ্দমা দায়ের করতে পারেন। কোনো বাবা-মা যদি তাঁদের অবাধ্য সন্তানকে কোনো সম্পত্তি থেকে বঞ্চিত করতে চান তাহলে জীবিতাবস্থায় ওই সম্পত্তি অন্য কাউকে দান করে কিংবা বিক্রি করে সম্পত্তির দখল ছেড়ে দিয়ে যেতে হবে। মনে রাখতে হবে যেটুকু সম্পত্তিই বাবা-মা নিজের নামে রেখে যান না কেন তাঁদের মৃত্যুর পর তাঁর বৈধ উত্তরাধিকারীরা এ সম্পত্তির অংশীদার হবেন। এ থেকে জীবিত অবস্থায় কাউকে বঞ্চিত করার ঘোষণা মুসলিম আইন অনুযায়ী করা যাবে না।

শেয়ার