Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

ইয়াবার মামলায় দুজনের কারাদণ্ড

১৯ জুন, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ
ইয়াবার মামলায় দুজনের কারাদণ্ড
চট্টগ্রাম প্রতিনিধি: :

চট্টগ্রাম ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় দুইজনকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই আদেশে আদালত তাঁদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, রিপন প্রকাশ লুৎফুর রহমান ও জয়নাল।

সোমবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত এ রায় দেন বলে জানান আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী।

এর আগে ২০১৭ সালের ৯ জানুয়ারি নগরীর সদরঘাট থানাধীন হোটেল ডিলাইটের সামনে থেকে রিপন ও জয়নালকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চল বন্দর সার্কেল। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বন্দর সার্কেলের তৎকালীন সহকারী উপপরিদর্শক তুন্টমনি চাকমা বাদী হয়ে সদরঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেন। আদালতে অভিযোগ পত্র জমা দিলে ২০২১ সালের ৯ মার্চ অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় ৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

শেয়ার