Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

হালদায় ‘রেকর্ড পরিমাণ’ মাছের ডিম সংগ্রহ

১৯ জুন, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ
হালদায় ‘রেকর্ড পরিমাণ’ মাছের ডিম সংগ্রহ
চট্টগ্রাম প্রতিনিধি:: :

দেশের কার্প জাতীয় মাছের অন্যতম প্রাকৃতিক প্রজননকেন্দ্র হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। দীর্ঘ প্রতীক্ষার পর এই বছরের শেষ জো’তে ডিম ছেড়েছে হালদার কার্প জাতীয় মা মাছ। গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নদীর কয়েকটি স্থানে ডিম ছাড়তে শুরু করে মা মাছ। এরপর মধ্যরাতে সংগ্রহে নেমে পড়েন হালদা পাড়ের ডিম সংগ্রহকারীরা। তবে এবার গত দুই বছরের রেকর্ড ভাঙার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

বিষয়টি নিশ্চিত করে হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, ‘কয়েকদিন ধরে এই মৌসুমের ষষ্ঠ জো চলছিল। শনিবার থেকে হালদায় পাহাড়ি ঢল নামে, সেদিন সকালের কিছু নমুনা ডিম ছাড়ার পর দুপুরের দিকে বৃষ্টি হয়। এর পরেই রোববার রাত সাড়ে বারোটার দিকে পুরোদমে ডিম ছাড়া শুরু করে মা মাছ। রাত তিনটার দিকেই ডিম সংগ্রহ করা শেষ হয়। এ বছর আশানুরূপ পরিমাণে ডিম পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘এবছর এপ্রিলের মাঝামাঝি থেকে হালদার মা মাছের আনাগোনা ছিল। কিন্তু পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাব, তীব্র তাপপ্রবাহ, হালদায় লবণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এ বছরের গত পাঁচটি জো-তে (অমাবস্যা ও পূর্ণিমা তিথি) ডিম ছাড়তে পারেনি মা মাছ। সর্বশেষ দীর্ঘ প্রতীক্ষার পর শেষ জো-তে ডিম ছাড়ে।’

কি পরিমাণ ডিম সংগ্রহ হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘এখনো কাজ চলছে। পরিপূর্ণ হিসাব পেতে আরও সময় লাগবে। আশা করি বিকেলনাগাদ জানা যাবে এ বছর কী পরিমাণ ডিম আহরণ করা হয়েছে।’

শেয়ার