Top

জিয়া ছিল ভীতু, অথচ তাকে দেয়া হয়েছে বীর উত্তম খেতাব : ইঞ্জি. মোশাররফ হোসেন

১৯ জুন, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ
জিয়া ছিল ভীতু, অথচ তাকে দেয়া হয়েছে বীর উত্তম খেতাব : ইঞ্জি. মোশাররফ হোসেন
চট্টগ্রাম প্রতিনিধি:: :

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মিরসরাই আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রাম এক নম্বর সেক্টরের কমান্ডার মেজর জিয়াউর রহমানের সমালোচনা করে বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় জিয়ার সাথে আমি ছিলাম। সে ছিলো ভীতু, অথচ তাকে দেয়া হয়েছে বীর উত্তম খেতাব। আর আমরা ফ্রন্টফাইটার হয়েও খেতাব পাইনি। মুক্তিযুদ্ধের সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের থেকেও সাধারণ গেরিলা যোদ্ধারা বেশি ঝুঁকি নিয়েছিলো।’

সোমবার বেলা ১২টায় চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা সদরে ৪ তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমরা মুক্তিযোদ্ধার সন্তান মিরসরাই কমিটির সাধারণ সম্পাদক আবু জাফরের সঞ্চালনায় ও মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি নয়ন কান্তি ধূম।

উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার প্রমুখ।

আওয়ামী লীগের প্রবীণ এ নেতা এর আগে সকাল ১০টার দিকে উপজেলার নিজামপুর সরকারি কলেজে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা তাঁর বাবা সৈয়দুর রহমানের প্রতিকৃতি ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন।

 

শেয়ার