Top
সর্বশেষ
গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি

যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য বাড়াতে এফবিসিসিআই-এইচএসবিসির চুক্তি

১৯ জুন, ২০২৩ ৯:৩৩ অপরাহ্ণ
যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য বাড়াতে এফবিসিসিআই-এইচএসবিসির চুক্তি
নিজস্ব প্রতিবেদক :

যুক্তরাজ্য-বাংলাদেশ বাণিজ্য আরও জোরদার করতে একসঙ্গে কাজ করবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড (এইচএসবিসি)।

এ উপলক্ষে সোমবার (১৯ জুন) রাজধানীর এক হোটেলে চুক্তি সই হয়েছে।

এফবিসিসিআই ও এইচএসবিসির জনসংযোগ বিভাগ জানায়, চুক্তির আওতায় যুক্তরাজ্য-বাংলাদেশের বাণিজ্যিক বাজারভিত্তিক একটি সমীক্ষা পরিচালনা করবে আর্নস্ট অ্যান্ড ইয়ং এবং কে এশিয়া। ‘বাংলাদেশ-ইউকে বিজনেস করিডোর: লিগ্যাসি অ্যান্ড দ্য ফিউচার’ শীর্ষক আয়োজনে এ উদ্যোগের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘সমসাময়িক রপ্তানি নীতি ও দ্বিপাক্ষিক সুসম্পর্কের মাধ্যমে যুক্তরাজ্যের সঙ্গে আমাদের ব্যবসার পরিসর বাড়ছে। এ চুক্তির মাধ্যমে সম্পর্ক উত্তরোত্তর বাড়বে। নিঃসন্দেহে এ সমীক্ষা দুই দেশের ব্যবসা ও বিনিয়োগের নতুন নতুন সম্ভাবনাময় সুযোগ উন্মোচন করবে।’

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘বাংলাদেশের জন্য যুক্তরাজ্য একটি গুরুত্বপূর্ণ রপ্তানি গন্তব্য। ক্রমবর্ধমান ব্যবসা, বিনিয়োগ এবং অর্থনৈতিক সম্পর্কের উন্নয়নে এ সমীক্ষা একটি সময়োপযোগী উদ্যোগ।’

এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী এবং তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য। এ গবেষণা আমাদের নিজস্ব ব্যবসা ও বিনিয়োগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার সন্ধান পেতে সাহায্য করবে। দুই দেশের মধ্যে বিদ্যমান সুসমন্বয় শুধুমাত্র আমাদের অর্থনীতিকেই উপকৃত করে না, বরং একইসাথে একটি সুদীর্ঘ, টেকসই সম্পর্ক গড়তেও সাহায্য করে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন এইচএসবিসি এশিয়া প্যাসিফিকের চিফ অব স্টাফ ফিলিপ ফেলোয়েস। অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য দেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

অনুষ্ঠানে পিডব্লিউসি বাংলাদেশের কান্ট্রি ক্লায়েন্টস্ অ্যান্ড মার্কেট লিড মামুন রশিদের সঞ্চালনায় ‘আনলকিং নিউ অপরচুনিটিজ ফর বাংলাদেশ অ্যান্ড ইউকে’ শীর্ষক প্যানেল আলোচনায় মন্তব্য ও মতবিনিময় করেন কে এশিয়ার পরিচালক ফিলিপ চৌধুরী, নেক্সট সোর্সিং লিমিটেডের সহযোগী পরিচালক, শাহুল স্যালি এবং এশিয়ান টাইগার ক্যাপিটালের চেয়ারম্যান ইফতি ইসলাম।

শেয়ার