Top

শেরপুর সীমান্তে ১২৭ বোতল বিদেশি মদসহ ২ মাদক কারবারি আটক

২০ জুন, ২০২৩ ১১:১৭ পূর্বাহ্ণ
শেরপুর সীমান্তে ১২৭ বোতল বিদেশি মদসহ ২ মাদক কারবারি আটক
শেরপুর প্রতিনিধি: :

শেরপুরের শ্রীবরদীর সীমান্তবর্তী বালিজুরী এলাকা থেকে ১২৭ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদ সহ ২ মাদক কারবারিকে আটক করেছ র‍্যাব-১৪। গত রোববার রাত সোয়া ১০ টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী বড় রাংটিয়া গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে মোঃ সাইদুল ইসলাম (২৬) ও একই গ্রামের মোঃ লাল মিয়ার ছেলে কাশেম মিয়া (২৪)। এসময় তাদের কাছ থেকে ১২৭ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশী মদ উদ্ধার করা হয়।

সোমবার ১৯ জুন র‍্যাব-১৪ প্রেস রিলিজ সূত্র জানায়, র‍্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার বালিজুরী এলাকায় অভিযান চালিয়ে মাদক পাচারের সময় উক্ত দুই মাদক কারবারিকে আমদানি নিষিদ্ধ বিদেশি মদসহ হাতেনাতে আটক করে। পরে গত সোমবার দুপুরে তাদেরকে শ্রীবরদী থানায় সোপোর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়। আটককৃত মদের আনুমানিক বাজার মূল্য ৬৩ হাজার পাঁচশ টাকা।

শেয়ার