Top
সর্বশেষ

ঈদে মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের সমন্বয় সভা

২০ জুন, ২০২৩ ১১:২৬ পূর্বাহ্ণ
ঈদে মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের সমন্বয় সভা
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের মহাসড়কে যানজট নিরসনে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ সমন্বয় সভা করেছে। গত সোমবার দুপুরে উলাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্ত্বরের সড়ক ও জনপদ বিভাগের ডাক বাংলাতে এ সভা অনুষ্ঠিত হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এস এম বদরুল কবীরের সভাপতিত্বে এ সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে ভোগান্তি নিরসনে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ শতভাগ সচেষ্ট থাকবে। মহাসড়কে কোনো প্রকার চাঁদাবাজি চলবে না। কোনো সংগঠনের নামে বা হাইওয়ে পুলিশের কোনো সদস্য যদি চাঁদাবাজি কিংবা অনিয়মের সঙ্গে জড়িত থাকে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ঈদে যানজট নিরসনের পাশাপাশি কোরবানির পশুর হাটগুলোতে নিরাপত্তা প্রদান এবং পশু চুরি ও ডাকাতির মত অনাকাঙ্খিত ঘটনা যেন না ঘটে সেই লক্ষ্যে তিনি উপস্থিত সকলকে সতর্কতামূলক বিভিন্ন দিক- নির্দেশনা দেন। সেইসাথে উপস্থিত সকলকে পুলিশের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের সহকারী পুলিশ সুপার হরেশ্বর রায়, টিআই মনিরুল ইসলাম, হোটেল মালিক, হাট ইজারাদারগণ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার