Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

চট্টগ্রামে ৩৭ লাখ টাকার আইসসহ আটক ২

২০ জুন, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ
চট্টগ্রামে ৩৭ লাখ টাকার আইসসহ আটক ২
চট্টগ্রাম প্রতিনিধি:: :

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৭৩ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) সহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৭। গত সোমবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন,মো. আইয়ুব খান ভূঁইয়া (৫৮) ও বদিউল আলম (৫৫)। আইয়ুব সন্দ্বীপের কুচিয়ামোড়া এলাকার নুরুল আলম ভূঁইয়ার ছেলে। অপরদিকে বদিউল নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার মৃত আফজাল মিয়ার ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, চেকপোস্টে একটি বাস থামিয়ে তল্লাশি করার সময় দুজন লোক বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে ব্যাগে ক্রিস্টাল মেথ (আইস) আছে বলে স্বীকার করে। এসময় তাদের ব্যাগ তল্লাশি করে একটি প্যাকেট থেকে প্রায় ৩৭ লাখ টাকা দামের ৩৭৩ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার