Top
সর্বশেষ
গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি

কার্ডে বাড়ছে বৈদেশিক মুদ্রার লেনদেন

২১ জুন, ২০২৩ ১০:০৩ অপরাহ্ণ
কার্ডে বাড়ছে বৈদেশিক মুদ্রার লেনদেন
ইকবাল আজাদ :

টাকা বহনের ঝামেলা এড়াতে মানুষের কাছে ক্যাশলেস লেনদেন জনপ্রিয় হয়ে উঠেছে। এতে হু হু করে কার্ডে লেনদেন বাড়ছে, বিস্তৃত হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা। তাছাড়া দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি চালু হওয়া কিউআর কোডেও লেনদেন বাড়ছে। সবমিলিয়ে দেখা যাচ্ছে, ক্যাশলেস লেনদেনে আগ্রহী হয়ে উঠছেন সাধারণ মানুষ। তবে লেনদেনের এই অভ্যাস শুধু দেশে নয়, দেশের বাইরেও অব্যাহত আছে। যদিও গত এপ্রিল মাসে বাংলাদেশ থেকে ইস্যু করা কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেন কমেছে। আবার এক বছরের ব্যবধানে ডলারে লেনদেন বেড়েছে ২৯৬ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিলে কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রা লেনদেন হয়েছে ৫৩৬ কোটি ৭২ লাখ টাকা। যেখানে তার আগের মাসেও অর্থাৎ গত মার্চে ৬১০ কোটি ৫৭ লাখ টাকা লেনদেন হয়েছিলো। হিসাব অনুযায়ী, এক মাসের ব্যবধানে বৈদেশিক মুদ্রার লেনদেন কমেছে ৭৩ কোটি ৮৫ লাখ টাকা। তবে এক বছরের ব্যবধানে ডলারের লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৩ সালের এপ্রিলে কার্ডে বৈদেশিক মুদ্রার লেনদেন হয় ৫৩৬ কোটি ৭২ লাখ টাকা। এর আগের বছর ২০২২ সালের একই মাসে এর পরিমাণ ছিল ২৪০ কোটি ৯৬ লাখ টাকা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় কার্ডে বিদেশি মুদ্রার লেনদেন বেড়েছে প্রায় ২৯৬ কোটি টাকা।

গত বছরের মার্চ থেকে দেশে ডলার সংকট শুরু হয়। এতে দফায় দফায় ডলারের দাম বাড়ানো হলেও এখন পর্যন্ত কাটেনি সংকট। উল্টো নানান নিয়মের মধ্যে গিয়েও গত বছরের তুলনায় কয়েকগুণ বেশি দামে এখনো ডলার কিনতে হচ্ছে। এদিকে ডলার উপার্জনের বড় দুই উৎস রেমিট্যান্স এবং রপ্তানি আয়ে দেখা যায়নি কোন আশার আলো। তাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভও কোনভাবে সমৃদ্ধ হচ্ছে না। আবার আমদানি ব্যয় মেটাতে সরকার বাধ্য হয়ে রিজার্ভ থেকে খরচ করায় ডলার সংকট প্রতিনিয়ত মাথাচাড়া দিয়ে উঠেছে। তবুও কার্ডে বিদেশি মুদ্রার লেনদেন ৫০০ কোটি টাকার উপরে থাকছে।

ব্যাংকাররা বলছেন, কোভিড-১৯-এর প্রভাব স্বাভাবিক হতে শুরু করায় কার্ডে লেনদেন বাড়ছে। তারা বলছেন, আগে অনেক গ্রাহক কার্ড নিতে না চাইলেও এখন ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন হওয়ায় অনেকেই কার্ড ব্যবহারের দিকে ঝুঁকছেন। ব্যাংকগুলো গ্রাহকদের প্রযুক্তিভিত্তিক ব্যাংকিংয়ে উৎসাহিত করেছে।

তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) কার্ডে ৫ হাজার ৬৮৯ কোটি টাকার বৈদেশিক মুদ্রার লেনদেন হয়েছিল। গত বছরের জুলাই মাসে কার্ডে লেনদেন হয়েছিল ৪৪০ কোটি টাকার বিদেশি মুদ্রা। এর পরের ৯ মাসে (আগস্ট-এপ্রিল) লেনদেন হয়েছিল ৫ হাজার ২৪৯ কোটি টাকা। এরমধ্যে গত বছরের ডিসেম্বরে সর্বোচ্চ ৬৩৯ কোটি টাকা লেনদেন হয়। ধারণা করা হয়, ডিসেম্বর মাসে বিদেশি দেশগুলোতে পর্যটকের ভিড় বেড়ে যাওয়ায় এই মাসে সর্বোচ্চ ডলারের ব্যবহার করা হয়েছিলো।

দেশে অনেক আগেই ক্রেডিট কার্ডে বিদেশি মুদ্রা লেনদেনের অনুমোদন দেওয়া হয়। এর পর ২০২০ সালের জুনে ব্যাংকগুলোকে গ্রাহকদের হিসাবের বিপরীতে আন্তর্জাতিক ডেবিট কার্ড ইস্যুর অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। আগের বছরের পরিসংখ্যানের তুলনায় দেখা যায়, ২০১৯ সালের জুলাইয়ে ক্রেডিট কার্ড লেনদেন ছিল ১৪৮ কোটি টাকা, ২০২০ সালের জুলাইয়ে এই পরিমাণ বৃদ্ধি পায় ১ হাজার ২৫২ কোটি টাকা ও ২০২১ সালের জুলাইয়ে এটি ছিল ১ হাজার ৪৮৬ কোটি টাকা। তবে গ্রাহকদের ক্রয় পদ্ধতির পরিবর্তনের কারণে ক্রেডিট কার্ডের ওপর কার্ড নির্ভরতা বাড়ছে। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো গ্রাহক তার কার্ডে বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার খরচ করতে পারবেন। এছাড়া নগদ ও কার্ডে দুইভাবেই গ্রাহকদের কাছে ডলার বিক্রি করে ব্যাংক।

এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো: আলাউদ্দিন মজুমদার বাণিজ্য প্রতিদিনকে বলেন, কার্ডে লেনদেন তথা নগদবিহীন লেনদেন অত্যন্ত সহজ ও আরামদায়ক। জীবাণুর ঝুঁকিহীন এই লেনদেনে একজন গ্রাহক চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মত সামাজিক অপরাধের ঝুঁকি থেকে রেহাই পাবেন। তাছাড়া পরিবেশবান্ধব নগদবিহীন লেনদেনের বিস্তার ঘটলে অর্থ পাচারের মত অবৈধ লেনদেন কমে যাবে। একই সাথে টাকা ছাপানোর অতিরিক্ত খরচও কমে আসবে।

ক্রেডিট কার্ডে বাড়ছে লেনদেন
দেশে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড উভয় কার্ডের মাধ্যমে লেনদেন হয়ে থাকে। ডেবিট কার্ডে গ্রাহককে আগে থেকে টাকা রাখতে হলেও ক্রেডিট কার্ডে নির্দিষ্ট সীমার উপর ভিত্তি করে গ্রাহক অগ্রিম খরচ করতে পারে। গত মার্চ মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের অভ্যন্তরে লেনদেন হয়েছে ২ হাজার ৩৭৪ কোটি ৭ লাখ টাকা। যার মধ্যে ১ হাজার ৩১২ কোটি টাকা ডিপার্টমেন্টাল স্টোরে লেনদেন হয়েছে। যা মোট লেনদেনের ৫৫ দশমিক ২৫ শতাংশ। তাছাড়া দেশের বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ইস্যু করা ক্রেডিট কার্ডে বিদেশেও বেড়েছে লেনদেন। যেখানে ডিপার্টমেন্টাল স্টোরে ক্রেডিট কার্ডের সর্বোচ্চ ব্যবহার দেখা গিয়েছে। টাকার হিসাবে যা ১৮৭ কোটি ৫০ লাখ টাকা বা মোট লেনদেনের ৪৩ দশমিক ৯৯ শতাংশ।

ভারতে সর্বোচ্চ খরচ
ক্রেডিট কার্ডে বাংলাদেশিরা ভারতেই সবচেয়ে বেশি খরচ করেছেন। যা দেশের বাইরে ক্রেডিট কার্ডে মোট খরচের এক চতুর্থাংশ। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুসারে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ৭৩ কোটি টাকা খরচ করেছিলেন। মার্চে তা বেড়ে দাঁড়ায় ১০৩ কোটি টাকায়। ভারতের পর বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে গিয়ে বেশি খরচ করেন বলে দেখা গেছে। মার্চ মাসে যুক্তরাষ্ট্রে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা ব্যয় করেছেন প্রায় ৫১ কোটি টাকা। মার্চে থাইল্যান্ডে গিয়ে খরচ করেছেন ৪২ কোটি টাকা। এরপর দুবাই ও সিঙ্গাপুরে যথাক্রমে ৪১ ও ৩৪ কোটি টাকা ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা ব্যয় করেছেন বলে তথ্যে উঠে এসেছে। সব মিলিয়ে মার্চ মাসে দেশের বাইরে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা ব্যয় করেছেন মোট ৪২৬ কোটি টাকা।

শেয়ার