Top
সর্বশেষ

রাণীনগরে বজ্রপাতে দুই ভাই নিহত

২২ জুন, ২০২৩ ১০:৪২ পূর্বাহ্ণ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদগ্রামে গত বুধবার আনুমানিক দুপুর ১২টায় বজ্রপাতে সামিউল ইসলাম (১০) ও রিফাত হোসেন (৩) নামের দুই সহোদর নিহত হয়েছে।

নিহতরা ওই গ্রামের লাভলু ফকিরের ছেলে। লাভলু ফকিরের দুই পুত্র সন্তান ছাড়া আর কোন সন্তান নেই। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম রেজা জানান, গত বুধবার বেলা ১২ টার দিকে দুই সহোদর বৃষ্টির মধ্যে নিজ বাড়ির উঠানে খেলাধুলা করছিলো। এমন সময় হঠাৎ করে আকাশ থেকে পড়া বজ্রপাতে ওই দুই ভাই গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। পরে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শাহাদাত হুসেই বলেন, খবর পেয়ে সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাঠিয়েছি। প্রাকৃতিক দূর্যোগে মৃত্যুর কারনে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণলয়ের জিআর ফান্ড থেকে সংশ্লিষ্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের মাধ্যমে ২০ থেকে ২৫ হাজার টাকা করে (জনপ্রতি) আর্থিক সহায়তা করা হবে।

শেয়ার