Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

বেস্ট রোটারিয়ান অ্যাওয়ার্ড পেলেন মাহবুবুর রহমান সুমন

২৬ জুন, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ
বেস্ট রোটারিয়ান অ্যাওয়ার্ড পেলেন মাহবুবুর রহমান সুমন
চাঁদপুর প্রতিনিধি :

বেস্ট রোটারিয়ানের অ্যাওয়ার্ড পেলেন চাঁদপুর রোটারি ক্লাবের সেক্রেটারি (২০২৪-২৫),চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন। গত শনিবার (২৪ জুন) কুমিল্লা শহরের ফান টাউনের কনভেনশন হলে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ এর অ্যাওয়ার্ড সিরিমনিতে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।

২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৩ সালের ৩০ এপ্রিল পর্যন্ত নিজ ক্লাব ও বিভিন্ন ক্লাবে অংশগ্রহণ, ডিস্ট্রিক্টের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ, রোটারির আন্তর্জাতিক অনুষ্ঠানে যোগদান, ক্লাব ও ডিস্ট্রিক্ট প্রজেক্টে অংশগ্রহণ ও আর্থিক অনুদান প্রদান এবং দি রোটারি ফাউন্ডেশন ও পোলিও ফান্ডে অনুদান প্রদান করায় রোটা. মাহবুবুর রহমান সুমনকে ডিস্ট্রিক্ট বেস্ট রোটারিয়ানের অ্যাওয়ার্ড দেয়া হয়। রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ এর ২ শতাধিক ক্লাবের প্রায় ৪ হাজার রোটারিয়ানের মধ্যে তিনি এই পুরস্কার লাভ করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রোটারি গভর্নর রোটা. রুহেলা খান চৌধুরী, ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রোটা. ইঞ্জি. মো. মতিউর রহমান, ডিস্ট্রিক্ট ফার্স্ট জেন্টেলম্যান রোটা. পিপি মো. জিয়াউদ্দিন চৌধুরী, ডিস্ট্রিক্ট ফিউচার ফার্স্ট লেডি রোটা. সামিনা ইসলাম ও পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নরবৃন্দ ও ডিস্ট্রিক্ট সেক্রেটারি জেনারেল রোটা. মোহাম্মদ শাহজাহান, সিনিয়র রোটারিয়ানসহ বিভিন্ন ক্লাবের সহস্রাধিক রোটারিয়ান অংশ নেন। বেস্ট রোটারিয়ানের পুরস্কার ছাড়াও রোটা. মাহবুবুর রহমান সুমন পোলিও ফান্ডে কন্ট্রিবিউশন ও ডিস্ট্রিক্ট ইভেন্টে সর্বোচ্চ উপস্থিতি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেন। পরে অনুষ্ঠানে আয়োজিত র‍্যাফেল ড্র-তেও তিনি একটি পুরস্কার লাভ করেন।

রোটা. মাহবুবুর রহমান সুমন ২০১৬ সালে চাঁদপুর রোটারি ক্লাবের সদস্য হন। এর আগে তিনি ১৯৯০ সালে চাঁদপুর সেন্ট্রাল রোটার‌্যাক্ট ক্লাবের চার্টার মেম্বার (প্রতিষ্ঠাতা সদস্য) হিসেবে রোটারি আন্দোলনে যোগ দেন। পরে তিনি এই ক্লাবের সেক্রেটারি (১৯৯২-৯৩) ও সভাপতি (১৯৯৫-৯৬) এর দায়িত্ব পালন করেন। তিনি দেশে এবং দেশের বাইরে রোটারি-রোটার‌্যাক্ট সম্পর্কিত বিভিন্ন সভা, সেমিনার, সমাবেশ ও সম্মেলনে যোগ দেন। ১৯৯২ সালে ভারতের কলকাতায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় রোটার‌্যাক্ট সম্মেলনে-রোটাশিয়া ক্লাবের একমাত্র প্রতিনিধি হিসেবে যোগদান করেছিলেন। চলতি বছর তিনি কলকাতায় রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৯১ এর কনফারেন্সেও অংশ নেন। রোটা. সুমন ২০২২-২৩ রোটারিবর্ষে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের পাবলিক রিলেশন কমিটির কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩-২৪ রোটারিবর্ষে তিনি ডিস্ট্রিক্ট জিএমএল টিমের কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাকালীন চীফ রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর প্রবাহের সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৬ সালে দৈনিক ইলশেপাড়ের প্রতিষ্ঠালগ্নে যুগ্ম- সম্পাদক হিসেবে যোগ দেন। এছাড়া তিনি দেশের খ্যাতিমান পত্রিকা প্রথম আলোর কন্ট্রিবিউটর হিসেবেও প্রায় ৩ বছর কাজ করেন। সাংবাদিক সুমন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। চাঁদপুর সরকারি কলেজ থেকে স্নাতক মাহবুবুর রহমান সুমন চাঁদপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি চাঁদপুরের নাট্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠী এবং গুয়াখোলা ক্রীড়া চক্রের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির একজন আজীবন সদস্য। ছাত্রজীবনে তিনি ৬ বছর ঢাকার তেজগাঁওস্থ নাখালপাড়া উচ্চ বিদ্যালয়ের স্কাউটস দলের নেতৃত্ব দেন এবং চাঁদপুর সরকারি কলেজের বিএনসিসি দলের সদস্য ছিলেন।

শেয়ার