শিল্পের কাঁচামাল, ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানির মেয়াদ ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিন করা হয়েছে। ফলে এসব পণ্যের আমদানি মূল্য চলতি বছরের ৩০ জুনের পরিবর্তে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে পারবে।
তবে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে নেওয়া ঋণে আমদানি মূল্য পরিশোধে এই সুযোগটি কার্যকর করা হবে না।
সোমবার (২৬ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে, চলমান বৈদেশিক মুদ্রার সংকটের পরিস্থিতি জানিয়ে ডলার সাশ্রয় ও পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে শিল্পের কাঁচামাল, ব্যাক-টু-ব্যাক এলসি (ঋণপত্র) দায় পরিশোধ ও কৃষি উপকরণ পণ্যের আমদানি মূল্য পরিশোধে সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক। শিল্পের কাঁচামাল, ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আমদানি, কৃষি উপরকরণ ও রাসায়নিক সার আমদানিতে পণ্য মূল্য চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করা যাবে।