Top
সর্বশেষ
‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব

ব্রোকারেজ হাউজে এখনো ঈদের আমেজ

০২ জুলাই, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ
ব্রোকারেজ হাউজে এখনো ঈদের আমেজ
পুঁজিবাজার ডেস্ক :

পবিত্র ঈদুল আজহা শেষে রোববার (২ জুলাই) খুলছে দেশের উভয় পুঁজিবাজার। অন্যান্য সাধারণ কার্যদিবসের মতোই এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে। এদিন ১০টায় শুরু হয়ে দুপুর ২টা ২০মিনিট পর্যন্ত চলবে। আর পোস্ট ক্লোজিং দুপুর ২টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত হবে।

ঈদ পরবর্তী ব্রোকারেজ হাউজগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি অনেকটাই কম রয়েছে। ঈদের আমেজ এখনও কাটেনি হাউজগুলোতে। তবে বিনিয়োগকারীরা মোবাইল ফোন বা অ্যাপের মাধ্যমে অনলাইনে লেনদেন করছেন বলে জানা গেছে।

রোববার রাজধানীর মতিঝিল ও দিলকুশা এলাকার সাবভ্যালি সিকিউরিটিজ, স্কয়ার সিকিউরিটিজ ম্যানেজমেন্ট, পিএফআই সিকিউরিটিজ, র‌্যাপিড সিকিউরিটিজ ও ইবিএল সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।

বেশ কিছু ব্রোকারেজ হাউজ কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের কারণে অধিকাংশ ব্রোকারেজ হাউজের সকল স্টাফ এখন ঢাকায় ফিরেনি। একইভাবে অধিকাংশ বিনিয়োগকারীরা এখনও ঢাকায় ফিরেননি। ফলে ব্রোকারেজ হাউজগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি কম রয়েছে। যেসব বিনিয়োগকারী ঢাকায় ঈদ উদযাপন করেছেন, কেবল তারাই লেনদেন শুরুর প্রথম দিন উপস্থিত আছেন।

প্রসঙ্গত, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন (মঙ্গলবার) থেকে ১ জুলাই (শনিবার) পর্যন্ত মোট ৫ দিন দেশের পুঁজিবাজার বন্ধ থাকে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি দুই দিন।

শেয়ার