Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

রুপসী ঝর্ণা থেকে ২ পর্যটকের মরদেহ উদ্ধার

০৩ জুলাই, ২০২৩ ১১:১২ পূর্বাহ্ণ
রুপসী ঝর্ণা থেকে ২ পর্যটকের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম প্রতিনিধি:: :

চট্টগ্রামের মিরসরাইয়ে বড়কমলদহ রুপসী ঝর্ণায় নেমে নিখোঁজ ২ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত রবিবার রাত ৯ টার সময় রুপসী ঝর্ণার কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হচ্ছেন চট্টগ্রাম জেলার আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনি মো. জামিলের ছেলে মো. আফসার (১৫) একই এলাকার মো. জসিমের ছেলে মো. আরিফ (১৮)। তারা ৯ বন্ধু চট্টগ্রামের আকবর শাহ এলাকা থেকে ঘুরতে আসে রুপসী ঝর্ণায়। কূপে গোসল করতে গেয়ে ২ বন্ধু হারিয়ে যায়।

স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইমাম পাটোয়ারি জানান, ৯ বন্ধু ঘরতে এসে হারিয়ে যায় তাদের ২ বন্ধু। পরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

শেয়ার