Top

দালালের মাধ্যমে সৌদি আরব গিয়ে নির্যাতনের শিকার হয়ে মৃত্যু

০৩ জুলাই, ২০২৩ ১১:২৪ পূর্বাহ্ণ
দালালের মাধ্যমে সৌদি আরব গিয়ে নির্যাতনের শিকার হয়ে মৃত্যু
নোয়াখালী প্রতিনিধিঃ :

‘আমার হানিফরে আমার কাছে আইনা দেন, তাকে আমি প্রাণভরে একবার দেখতে চাই। আমার ছেলে সংসারের বোঝা মাথায় নিতে সৌদি আরব গেছে। আমি তিন জায়গা থেকে কিস্তি নিয়ে তারে বিদেশ পাঠাইছি। তারে বিদেশ পাঠাইতে আমার মেয়ের স্বর্ণ-গয়না বিক্রি করছি। সেখানে আমার ছেলেরে মেরে ফেলছে। তার লাশ আমি কেমনে আনমু? আমি যে তারে এক নজর দেখতে চাই’ এভাবেই বিলাপ করতে করতে মূর্ছা যাচ্ছেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের আবদুল্যাহপুর গ্রামের আবদুল মোতালেব।

জীবিকার সন্ধানে নোয়াখালী থেকে দালালের মাধ্যমে সৌদি আরবের আভা শহরে গিয়ে প্রতারণা ও নির্যাতনের শিকার হয়ে আবদুল মোতালেবের বড় ছেলে মোঃ হানিফের (৩৪) মৃত্যু হয়। গত ১৬ জুন সৌদি আরবের রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর পর সেখানে বসবাসকারী নিকটাত্মীয়রা মরদেহ দেশে আনার ব্যাপারে দায়িত্ব নিতে অপরাগতা প্রকাশ করছে। ফলে নিহত হানিফের মরদেহ দেশে ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাড়িতে নিহত হানিফের বৃদ্ধ বাবা-মা, ভাই-বোন ও স্ত্রী-সন্তানরা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।

নিহত হানিফের পরিবারের সদস্যদের সাথে আলাপ করে জানা যায়, পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা হানিফ অভাবের তাড়নায় ছোটবেলা থেকে নির্মাণ শ্রমিকের (রাজমিস্ত্রি) কাজ করে জীবিকা নির্বাহ করতেন। চলতি বছরের মার্চ মাসের ১৩ তারিখে সৌদি আরবে বসবাসকারী তার বড় বোনের শ্বশুর মোহাম্মদ শহিদ উল্যাহ তাকে উন্নত জীবনের রঙ্গিন স্বপ্ন দেখিয়ে সৌদি আরব নিয়ে যান। তাকে রাজমিস্ত্রির কাজ দেওয়ার কথা বলা হয়েছিল। সে অনুযায়ী এনজিও থেকে লোন নিয়ে ও বোনের স্বর্ণ গয়না বিক্রি করে শহিদ উল্যাহকে চার লাখ টাকা দেন। সৌদি আরব যাওয়ার পর তাকে রাজমিস্ত্রির কাজ না দিয়ে আভা শহরে ভেড়া চরানোর চাকরি দেওয়া হয়। যে মালিকের অধীন তাকে চাকরি দেওয়া হয়েছিল ওই ব্যক্তি তাকে নানা ধরনের শারীরিক নির্যাতন করতো। বিষয়টি তার আত্মীয় শহিদকে জানানোর পর তিনি যোগাযোগ বন্ধ করে দেন। সেখানে নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে গত ১৬ জুন রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একইদিন স্থানীয় সময় বিকেল তিনটায় হানিফ মারা যান।

হানিফের ছোট ভাই জাহাঙ্গীর আলম বলেন,‘আমরা চার ভাই এক বোন। আমার ভাই হানিফ আমাদের সবার বড়। সংসারের হাল ধরতে তিনি বেশি লেখাপড়া করতে পারেন নি। অল্প বয়সে রাজমিস্ত্রির কাজে জড়িয়ে পড়েন তিনি। দেশে থাকতে রাজমিস্ত্রির কাজ করেই সংসার চালাতেন। আমার বৃদ্ধ বাবা-মা সহ আমরা সবাই তার আয়ের উপর নির্ভর ছিলাম। এছাড়া তার স্ত্রী ও তিন সন্তানের ভরনপোষণ ও তিনি করতেন। আমার বোনের শশুরের দেখানো প্রলোভনে পড়ে তিনি সৌদি আরব যান। সেখানে নির্যাতনের শিকার হয়ে তিনি মারা যান। তার মৃত্যুতে আমাদের পরিবারে অন্ধকার নেমে আসে।’

হানিফের বাবা আবদুল মোতালেব কান্না করতে করতে বলেন, আমার সব শেষ। আমার হানিফের স্বপ্ন ছিলো আমাদের ভালো রাখবে। কিস্তি নিয়ে সে বিদেশ যায়। প্রথম দুই মাস বেতনের টাকা বাড়ি পাঠায়। এরপরই তো সে মারা যায়। আমি কিস্তির টাকা কিভাবে শোধ করবো। শুনেছি তার লাশ আনতে অনেক টাকা লাগবো। আমি টাকা পাবো কই? আমি যে আমার ছেলেকে এক নজর দেখতে চাই। বলেই আবার কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

হানিফের মেঝো ভাই ইসমাইল হোসেন বলেন, আমার ভাইয়ের মৃত্যুর পর আমাদের আত্মীয় শহিদ উল্যাহকে তার লাশ দেশে আনার কথা বললে তিনি উল্টো ক্ষেপে যান। এ নিয়ে কাউকে কিছু বললে তিনি আমাদের ক্ষতি করার হুমকি দেন।

নিহত হানিফের ছোট বোন বিবি মরিয়ম বলেন,আমার ভাই হানিফ দেশে রাজমিস্ত্রির কাজ করে পরিবার চালাতেন। বৃদ্ধ বাবা-মা ছাড়াও ছোট ভাইয়ের পড়ালেখার খরচ, স্ত্রী আফিয়া খাতুন ও তিন সন্তানের খরচ জোগাতেন। তাঁর বড় ছেলে মেহেদী হাসান পঞ্চম শ্রেণীতে, ছোট ছেলে নূরানী মাদ্রাসায় প্রথম জামায়াতে পড়ে। একমাত্র মেয়ে উম্মে জয়নবের বয়স আড়াই বছর।

অভিযুক্ত শহিদ উল্যাহর বক্তব্য জানার জন্য সৌদি আরবে ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিবার ফোন ও মেসেজ দেওয়া হলেও তিনি ফোন ধরেননি এবং মেসেজের রিপ্লাই দেন নি। তাই অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, একই উপজেলার দূর্গাপুর গ্রামের বাসিন্দা সহিদ উল্যাহ প্রায় ১৫ বছর ধরে সৌদি আরব বসবাস করছেন। দীর্ঘ এই সময় ধরে তিনি একবারের জন্যও দেশে আসেননি।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আবু ছালেক বলেন, নিহত মো. হানিফ যদি বৈধ পথে সৌদি আরব গিয়ে থাকেন, সেক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে বিনা খরচে লাশ দেশে ফিরিয়ে আনাসহ নিয়ম অনুযায়ী সরকারিভাবে দেওয়া ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়া হবে।

শেয়ার