Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

বাল্যবিবাহ পণ্ড করলেন এসিল্যান্ড, কাজীকে জরিমানা

০৩ জুলাই, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ
বাল্যবিবাহ পণ্ড করলেন এসিল্যান্ড, কাজীকে জরিমানা
চট্টগ্রাম প্রতিনিধি: :

চট্টগ্রামের বাঁশখালীতে অপরিণত বয়সে বিয়ে করার সংবাদ পেয়ে বিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান। একই সাথে বাল্যবিবাহের আয়োজন করায় বর, বরের বাবা, কনের বাবা এবং বিয়ের সাথে সংশ্লিষ্ট কাজী মো. আনোয়ারুল কবীরকে আটক করা হয়।

গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার শেখেরখীল, পুইছড়ি ও চাম্বলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

এই সময় অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের বিয়ের আয়োজন করায় ছেলে, ছেলের বাবা, মেয়ের বাবা এবং বিয়ের সাথে সংশ্লিষ্ট কাজী মো. আনোয়ারুল কবীরকে আটক করা হয়। ছেলে, ছেলের বাবা, মেয়ের বাবাকে ছেলে-মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়া সাপেক্ষে বিয়ে প্রদান করা হবে মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় কাজী মো. আনোয়ারুল কবীরকে জিজ্ঞাসাবাদ করা হয়। স্বীকারোক্তি মোতাবেক তিনি এই ধরনের আরো বিবাহ সম্পন্ন করায় তাকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ১১ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, ‘জরিমানাপূর্বক কাজীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বিগত সময়ে আইনবর্হিঃভূত আরো বাল্য বিবাহ সম্পাদন করায় তদন্ত সাপেক্ষে তার কাজীর দায়িত্ব বাতিল করা হবেও বলে জানান তিনি।’

শেয়ার