Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

চট্টগ্রামে তিন কাঁচামরিচ ব্যবসায়ীকে জরিমানা

০৩ জুলাই, ২০২৩ ৫:১৯ অপরাহ্ণ
চট্টগ্রামে তিন কাঁচামরিচ ব্যবসায়ীকে জরিমানা
চট্টগ্রাম প্রতিনিধি: :

দোকানে মূল্যতালিকা ও ভাউচার সংরক্ষণ না করায় চট্টগ্রাম নগরীর রিয়াজ উদ্দীন বাজারের তিন কাঁচামরিচ বিক্রয়কারী আড়তদারকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া বিক্রির উদ্দেশে মেয়াদোত্তীর্ণ কেক রাখায় পাহাড়তলী এলাকার রূপসা ফুডকেও ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্।

জানা গেছে, দোকানে মূল্যতালিকা ও ভাউচার সংরক্ষণ না করায় চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দীন বাজারের কাঁচামরিচ আড়তদার মেসার্স আনছার ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মূল্যতালিকা সংরক্ষণ না করায় প্রণব ট্রেডার্সকে ২ হাজার ও রিয়াজ এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া বিক্রির উদ্দেশে মেয়াদোত্তীর্ণ কেক রাখায় পাহাড়তলীর এলাকার রূপসা ফুডকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, রিয়াজুদ্দীন বাজারে আজকের অভিযানে আমাদের মূল উদ্দেশ্য ছিল কাঁচামরিচের বাজার যাচাই করা। আমরা অভিযানে কারসাজির প্রমাণ পেয়েছি। ব্যবসায়ীরা আড়ত থেকে কাঁচামরিচ কিনে এনে বাড়তি দরে বিক্রি করছিল। তার উপর আমাদেরকে মূল্য তালিকা ও ভাউচার দেখাতে পারেনি। একইভাবে আমরা পাহাড়তলী বাজারেও অভিযান চালিয়েছি, সেখানে কাঁচামরিচে কোন কারসাজি পাইনি। তবে মেয়াদোত্তীর্ণ কেক রাখায় রূপসা ফুডকে জরিমানা করেছি। প্রতিদিন নগরীর বিভিন্ন বাজারে আমাদের অব্য্যাহত থাকবে।

শেয়ার