Top
সর্বশেষ

সিরাজগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

০৪ জুলাই, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ :

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে ৮টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-কাজিপুর উপজেলার কুনকুনিয়া গ্রামের সাকিবুল হাসান (২২), বিপব মিয়া (২৬), ছালাভরা মধ্যেপাড়া গ্রামের ইউসুফ মন্ডল (২১) ও বিয়াড়া চরপাড়া গ্রামের ছেলে শরিফুল ইসলাম জয় (২২)। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে তাদের উপর নজর রাখা হচ্ছিল। অবশেষে গত রোববার রাতে উপজেলার মাইজবাড়ি ও শুভগাছা ইউনিয়নে

অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রঙ্গের ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

শেয়ার