Top
সর্বশেষ

জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

০৪ জুলাই, ২০২৩ ৫:০৫ অপরাহ্ণ
জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি: :

শেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সু-সংঘটিত করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের নতুন বাজারস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি মো. ইলিয়াস উদ্দিন।

সদর উপজেলার সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. আতর আলী ও হারুন জিলানী।

সভায় প্রধান অতিথি জানায়, কেন্দ্রীয় ভাবে জাতীয় পার্টি থেকে আগামী নির্বাচনে একক নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে । সে হিসেবে আমরা আগামী ১৬ জুলাই থেকে সদর উপজেলার বা শেরপুর-১ (সদর) আসনের সকল ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি পুনর্গঠনের কাজ শুরু করবো।

সভায় সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় তারা আগামী নির্বাচন এবং কমিটি পুনর্গঠনে নানা পরামর্শ দেন।

শেয়ার