চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে পঁচা, নষ্ট মরিচের সঙ্গে রং মিশিয়ে প্রক্রিয়াজাত করায় ‘আলমের ক্রাসিং মিল’ নামে একটি মিলকে তিন লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতমাসেও মিলটিকে জরিমানা করা হয়েছিল। পাশাপাশি মিল মালিক এমন কাজ পুনরায় না করার শর্তে লিখিত প্রতিশ্রুতিও দিয়েছিল।
মঙ্গলবার খাতুনগঞ্জের সোনা মিয়া মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।
জানা গেছে, পঁচা, নষ্ট মরিচের সঙ্গে রং মিশিয়ে প্রক্রিয়াজাত করায় খাতুনগঞ্জের ‘আলমের ক্রাসিং মিল’কে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মূল্য তালিকা না থাকায় বক্সিরহাট কাঁচাবাজারের দুই প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া মেয়াদোর্ত্তীর্ণ ওষুধ রাখায় নগরীর কোতোয়ালী এলাকার দু’টি ফার্মেসিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, গত ২০ জুন একই অপরাধে ওই মিল মালিককে জরিমানা করা হয়েছে এবং মিলটির কার্যক্রম বন্ধ করে দিই। কিন্তু মিল মালিক জরিমানা পরিশোধ করে এবং এ ধরনের কাজ পুনরায় না করার লিখিত প্রতিশ্রুতি দেয়ায় মিলটি খুলে দেয়া হয়। কিন্তু তারা প্রতিশ্রুতি ভঙ্গ করায় আজ অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নানা অপরাধে আরও চারটি খুচরা ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বলে জানান তিনি।