Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

চট্টগ্রাম ১০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৬ প্রার্থী

০৪ জুলাই, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ
চট্টগ্রাম ১০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৬ প্রার্থী
চট্টগ্রাম প্রতিনিধি:: :

সাবেক মন্ত্রী আফছারুল আমীন এমপির মৃত্যুতে শূণ্য হওয়া চট্টগ্রাম ১০ আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার বিকেল পর্যন্ত অনলাইনে ও সশরীরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। আগামী ৬ জুলাই যাচাই-বাছাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

দলীয় প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, জাতীয় পার্টির মো. সামসুল আলম, তৃণমূল বিএনপি দীপক কুমার পালিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া মনোনয়নপত্র জমা করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দিয়েছেন মো. আরমান আলী ও মনজুরুল ইসলাম ভূঁইয়া।

চট্টগ্রাম অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, মঙ্গলবার বিকেল পর্যন্ত ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা করেছেন। আগামী ৬ জুলাই যাচাই-বাছাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই।

গত ২ জুন আফছারুল আমীন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় আগামী ৩০ জুলাই এ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।

শেয়ার