Top
সর্বশেষ

জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কৃষক খুন

০৫ জুলাই, ২০২৩ ১২:১০ অপরাহ্ণ
জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কৃষক খুন
শেরপুর প্রতিনিধি: :

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. শাহজামাল (৩৫) নামে এক কৃষক খুন হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। গত মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর গেরামারা গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। নিহত শাহজামাল ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে। আহতরা হচ্ছেন নিহত কৃষক শাহজামালের ছোট ভাই মো. নূর হোসেন (১৮) ও ছোট বোন জামাই মো. তরিকুল ইসলাম (২৬)। তারা জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে সদর উপজেলার চান্দেরনগর গেরামারা গ্রামের চাঁন মিয়ার সঙ্গে তার নিকটাত্মীয় মোফাজ্জল হোসেন ও মিয়ার উদ্দিনের বিরোধ চলে আসছিল। কয়েক দিন আগে চাঁন মিয়া জমির বিরোধপূর্ণ সীমানায় একটি গাছ লাগান। এর জের ধরে মঙ্গলবার সকাল ৭টার দিকে চাঁন মিয়ার ছেলে শাহজামালের সঙ্গে মোফাজ্জল ও মিয়ার উদ্দিনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোফাজ্জল ও মিয়ার উদ্দিনের নেতৃত্বে ২৫/৩০ জন লোক দা, লাঠি, ফালাসহ দেশীয় অস্ত্র নিয়ে শাহজামালের ওপর হামলা করেন। এতে শাহজামাল গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় শাহজামালকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল রেজা বলেন, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহত শাহজামালের মাথা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।

শেয়ার