Top
সর্বশেষ

রেমিট্যান্স আহরণে তলানিতে বান্দরবান

০৫ জুলাই, ২০২৩ ৯:৫৮ অপরাহ্ণ
রেমিট্যান্স আহরণে তলানিতে বান্দরবান
নিজস্ব প্রতিবেদক :

সদ্য বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে ২ হাজার ১৬১ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ। কিন্তু রেকর্ডের বছরেও যৎসামান্য রেমিট্যান্স আহরণ করেছে পার্বত্য অঞ্চলের জেলা বান্দরবান। শেষ এক বছরে বান্দরবান জেলায় মোট রেমিট্যান্স এসেছে মাত্র ১ কোটি ৯৯ লাখ ডলার। যা মোট রেমিট্যান্সের শূন্য দশমিক ০৯ শতাংশ। একই সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা জেলার প্রবাসীরা। গত বছরের জুলাই থেকে চলতি সালর জুন পর্যন্ত সময়ে ঢাকা জেলায় রেমিট্যান্স এসেছে সর্বোচ্চ ৬৯৬ কোটি ৭৩ লাখ ডলার।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

তথ্য অনুযায়ী, গেল অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ঢাকা বিভাগে। এ বিভাগের ১৩টি জেলায় মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৪ কোটি ৩৫ লাখ ডলার। সবচেয়ে কম এসেছে রংপুর বিভাগে। এ বিভাগের ৮টি জেলায় রেমিট্যান্স এসেছে মাত্র ৩৪ কোটি ৬৪ লাখ ডলার।

এছাড়া বরিশাল বিভাগে রেমিট্যান্স এসেছে ৫২ কোটি ৩৪ লাখ ডলার। এ বিভাগের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ১৮ কোটি ৫৩ লাখ ডলার বরিশাল জেলায়। সর্বনিম্ন ৪ কোটি ৩৯ লাখ ডলার পাঠিয়েছেন ঝালকাঠি জেলার প্রবাসীরা। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার সমন্বিত রেমিট্যান্স সংগ্রহ করেছে ৫৯৬ কোটি ১৫ লাখ ডলার। এ বিভাগের সর্বোচ্চ রেমিট্যান্স পেয়েছে চট্টগ্রাম জেলা যার পরিমাণ ১৬১ কোটি ১৮ লাখ ডলার। এ বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ১২৮ কোটি ৫৬ লাখ ডলার এসেছে কুমিল্লা জেলায়।

খুলনা বিভাগের ১০টি জেলার মোট প্রবাসী আয় এসেছে ৯২ কোটি ৪২ লাখ ডলার। এ বিভাগের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে যশোর জেলায় যার পরিমাণ ২১ কোটি ২০ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ছিলো কুষ্টিয়া জেলার ১২ কোটি ৩০ লাখ ডলার। এ বিভাগের নড়াইল জেলায় সর্বনিম্ন ৪ কোটি ৭২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে বছরজুড়ে।

দেশের সর্বশেষ বিভাগ হিসেবে ঘোষিত ময়মনসিংহের চারটি জেলার সম্মিলিত প্রবাসী আয় এসেছে ৪০ কোটি ২১ লাখ ডলার। এ বিভাগের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ময়মনসিংহ জেলার। যার পরিমাণ ২১ কোটি ডলার। এরপরের অবস্থানে থাকা জামালপুর জেলায় এসেছে ১০ কোটি ৩৯ লাখ ডলার সমপরিমাণ প্রবাসী আয়। সর্বনিম্ন প্রবাসী আয় পেয়েছে শেরপুর। জেলাটির প্রবাসীরা পুরো অর্থবছরে মাত্র ৩ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

রাজশাহী বিভাগের সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন বগুড়া জেলার প্রবাসীরা। এ জেলাটিতে রেমিট্যান্স এসেছে ১৫ কোটি ৭ লাখ ডলার আর সর্বনিম্ন জয়পুরহাট জেলায় এসেছে ৪ কোটি ৬৪ লাখ ডলার। এ বিভাগের মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৭৩ কোটি ৮২ লাখ ডলার। রাজশাহী থেকে আলাদা হওয়া রংপুর বিভাগের ৮টি জেলার প্রবাসী আয়ের অবস্থা সবচেয়ে শোচনীয়। দেশের সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে এ বিভাগরে জেলাগুলোতে। রংপুর বিভাগের সমন্বিত প্রবাসী আয় ৩৪ কোটি ৬৪ লাখ ডলার। সর্বোচ্চ রেমিট্যান্স পাওয়া জেলা গাইবান্ধায় এসেছে ৬ কোটি ডলার ও সর্বনিম্ন লালমনিরহাট জেলায় ২ কোটি ৪ লাখ ডলার।

গড় হিসেবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সিলেট বিভাগে। এ বিভাগের মাত্র চারটি জেলার মোট প্রবাসী আয় এসেছে ২৪৭ কোটি ১৪ লাখ ডলার। সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সিলেট জেলায় যার পরিমাণ ১২৪ কোটি ৪১ লাখ ডলার। এরপরের অবস্থানে আছে মৌলভীবাজার জেলা। এ জেলাটিতে প্রবাসীরা পাঠিয়েছেন ৫৮ কোটি ডলার। সর্বনিম্ন প্রবাসী আয় সংগ্রহ করেছে সুনামগঞ্জ জেলা। এ জেলার প্রবাসীরা পাঠিয়েছেন মাত্র ৩২ কোটি ৩৯ লাখ ডলার সমপরিমাণ রেমিট্যান্স।

শেয়ার