Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

রাজশাহী বিভাগের কমিশনার হলেন ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর

০৮ জুলাই, ২০২৩ ১২:৪৪ অপরাহ্ণ
রাজশাহী বিভাগের কমিশনার হলেন ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার  নিয়োগ পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই-৩) প্রোগ্রামের প্রকল্প পরিচালক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

তাকে এ নিয়োগ দিয়ে গত বৃহস্পতিবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি কর্তৃক ৬ জুলাই স্বাক্ষরিত এক পত্রে (স্বারক নং-০৫.০০.০০০০.১৩৯.১৯.০০৬.১৬-২৫৯) ওই তথ্য জানানো হয়েছে।

ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, তিনি ১৭তম বিসিএস কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি যোগদান করেন। ২০১১ সালের ৭ জুলাই থেকে ২০১৩ সালের মে পর্যন্ত তিনি গাজীপুরের এডিসি ছিলেন। পরে ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত গাজীপুরের জেলা প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

তার গ্রামের বাড়ি চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী গ্রামে। তিনি ১৯৭৩ সালের ১ জানুয়ারি মুহাম্মদ আবদুল মজিদ দেওয়ান ও বেগম ইয়ারন নেছার দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে বিজ্ঞানে ১৯৮৮ সালে এসএসসি এবং ১৯৯০ সালে এইচএসসি পাস করেন। লোক প্রশাসনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৫ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শিক্ষা জীবনের প্রতিটি স্তরেই তিনি ১ম শ্রেণিতে পাস করেন।

২০১১ সালে ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) থেকে অ্যাগ্রোবায়োডায়ভার্সিটি এন্ড ফার্মার রাইটস: ডায়নামিকস এন্ড বাংলাদেশ পলিসি রেসপন্সেস-এর উপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার স্ত্রী দিলশাদ জাহান ঢাকার শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে অর্থনীতি বিষয়ে শিক্ষকতা করেন। পাশাপাশি দিলশাদ জাহান বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নজরুল সঙ্গীতের একজন নিয়মিত শিল্পী।

এ দম্পতির ঘরে এক ছেলে বরিশাল ক্যাডেট কলেজে ১০ শ্রেণীতে এবং এক মেয়ে ৪র্থ শ্রেণীতে পড়ে। ইতোপূর্বে চাকুরি জীবনে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালকসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে আরো গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছেন।

শেয়ার