গেলো কোরবানির ঈদকে কেন্দ্র করে চড়া হওয়া কাঁচা মরিচের দাম কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না। বাজারে মরিচের সরবরাহ কম দেখা গেছে। আর এ কারণেই দাম বাড়তি বলে দাবি বিক্রেতাদের। এদিকে কোরবানি ঈদ যেতে না যেতেই আবারও চড়া দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি।
শনিবার চট্টগ্রামের নগরীর ঈদগাঁ ও হালিশহর এলাকার কয়েকটি কাচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি কাঁচা মরিচ ৩৬০ থেকে ৪শ’ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি বাজারে মরিচের সরবরাহ একেবারেই কম ছিল। দাম বাড়ার ফলে বেচাবিক্রি কমে যাওয়ায় অনেকে মরিচ বিক্রিও বন্ধ রেখেছেন।
এদিকে, ঈদের আগে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হয়েছে। আজকের বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। তাছাড়া প্রতিকেজি সোনালী মুরগি ৩১০, দেশি মুরগি ৫৮০ ও লেয়ার মুরগি ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া, প্রতি কেজি বাধাকপি ৩০, পেঁপে ৫০, ঢেড়শ ৪০ থেকে ৫০, বরবটি ৬০, কচুরমুখী ১শ’, বেগুন ৬০, চিচিঙ্গা ৬০, চাল কুমড়া ৪০, শসা ৫০ ও প্রতি হালি কাঁচাকলা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারে প্রতিকেজি কোরাল ৯শ’, রুই ৩৫০, রুপচাদা ৯শ’ থেকে ১ হাজার, পাবদা ৪৫০, শিং ৪শ’, পাঙাস ২শ’, চিংড়ি ৭শ’ ও টেংরা মাছ ৬শ’ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি লেবু ২০ টাকা, চিনি ১৪০ ও প্রতি ডজন লাল ডিম ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
নগরীর কাজীর দেউড়ি কাঁচাবাজারে কথা হয় স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহিমের সঙ্গে। তিনি বলেন, ‘১শ’ গ্রাম কাঁচামরিচের দাম ৪০ টাকায় বিক্রি হচ্ছে। তার মানে আমদানির পরও কাঁচামরিচের দাম কেজিপ্রতি ৪শ’ টাকা। ব্রয়লার মুরগির দামও বেড়ে গেছে। মোটকথা, এখানে সিন্ডিকেটের কারসাজিতে কোন না কোন পণ্যের দাম বাড়িয়ে চলেছেন ব্যবসায়ীরা। এ সিন্ডিকেট না ভাঙলে পণ্যের দাম ও আমাদের মত সাধারণ মানুষের ভোগান্তি কখনো কমবে না।’
ওই বাজারের সবজি বিক্রেতা মো. শফি বলেন, ‘এক পাল্লা (৫ কেজি) কাঁচামরিচ কিনতে আমাদের ১৫শ’ টাকার বেশি খরচ পড়ে। তাই আমরাও বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।’