Top

লক্ষ্মীপুরের এনায়েতপুরে বিধবার ঘরে দুর্ধর্ষ চুরি

০৮ জুলাই, ২০২৩ ৩:২৮ অপরাহ্ণ
লক্ষ্মীপুরের এনায়েতপুরে বিধবার ঘরে দুর্ধর্ষ চুরি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের এনায়েতপুর গ্রামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১ জুলাই) দিবাগত রাতে এনায়েতপুর গ্রামের ৩ নং ওয়ার্ড বেচু মিজি নতুন বাড়ির মৃত জামাল হোসেনের বাড়ির রাহেলা বেগমের বসতঘরে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার দুপুরে লক্ষ্মীপুর মডেল থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বিধবা রাহেলা বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ জুন বৃহস্পতিবার বোন জামায় মারা যাওয়ার ঘটনার বিধবা রাহেলা বেগম ছেলে মেয়েকে নিয়ে রাজিবপুর গ্রামে অবস্থান করেন। শনিবার দিবাগত রাতে যে কোন এক সময় চুরির ঘটনা ঘটে। এসময় দরজার তালা ভেঙে তার ব্যহৃত সাড়ে ৩ ভরি স্বর্ণ, নগদ ১ হাজার টাকাসহ ৩ লাখ ৫১ হাজার টাকা মূল্যের জিনিসপত্র নিয়ে যায়। বিধবা রাহেলা বেগম আরও জানিয়েছেন আমি চোরকে চিনতে পেরেছি এর আগে তারা আমার হাঁস নিয়ে গেছে, আমার স্বামীর দেয়ার সৃতি উদ্ধার চাই। চোরের ভয়ে আমি আমার পরিবার নিরাপত্তা হীনতা ভুকতেছি। জেলা প্রশাসক, পুলিশ সুপার সহযোগিতা চেয়েছেন বিধবা রাহেলা বেগম।

স্থানীয় এলাকাবাসী ব্যবসায়ী শাহাদাত হোসেন রিপন, মিজানুর রহমান, ইউনুস, সচেতন মহলের নুরুল আমিন জানিয়েছেন, চুরির ঘটনা সত্য চোরদের আইনের আওতায় এনে বিচার ও শাস্তি দাবি করেন এবং বিধবার স্বর্ণ অলংকারগুলো উদ্ধারের দাবি করেন তারা।

শনিবার এবিষয়ে লক্ষ্মীপুর মডেল থানার ওসি জসিম উদ্দিন জানিয়েছেন, লাহারকান্দি ইউনিয়নে একটি বসত ঘরে চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়ার পর তদন্ত করে চোরদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার