Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

প্রতিবন্ধী শিশু ধর্ষণ, গ্রেপ্তার-২

০৮ জুলাই, ২০২৩ ৪:২২ অপরাহ্ণ
প্রতিবন্ধী শিশু ধর্ষণ, গ্রেপ্তার-২
নোয়াখালী প্রতিনিধিঃ :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে প্রতিবন্ধী শিশুকে (৮) ধর্ষণের ঘটনায় আব্দুল মালেক (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার পর আসামিকে পালাতে সহযোগিতা করা ও পুলিশকে ভুল তথ্য দেওয়ায় আসামির বড় ভাই আব্দুল খালেককেও গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে শুক্রবার রাতে চট্টগ্রামের ডবলমুরিং থানার হাজী পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের দেবকালা গ্রামের আব্দুল করিম মুন্সী বাড়ির মমিন উল্যার ছেলে আব্দুল মালেক ও তার বড় ভাই আব্দুল খালেক।

পুলিশ জানায়, গত ৩০জুন গোপালপুর ইউনিয়নের দেবকালা গ্রামে বেপারী বাড়ির সামনের রাস্তা দিয়ে পাশ^বর্তী দোকানে যাওয়ার সময় প্রতিবন্ধী শিশুকে (৮) জোরপূর্বক তুলে নিয়ে যায় আব্দুল মালেক। পরে তাকে সড়কের পাশের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে মালেক। পরবর্তীতে পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণের ঘটনায় তার বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করে। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপ-পরিদর্শক মো. নাঈম উদ্দিনকে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহযোগিতায় চট্টগ্রাম থেকে ধর্ষক ও তাকে পালাতে সহযোগিতা করায় তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল মালেক প্রতিবন্ধী শিশুটিকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার