জামালপুরের মেলান্দহে সুইডেনের স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে পবিএ ঈদুল আযহার দিনে রাষ্ট্রীয় মদদে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে ইত্তেফাকুল উলামার ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
শনিবার দুপুর আড়াই টার দিকে উপজেলার ডেফলা ব্রীজ চত্বরে জনপদ থেকে আগত শত শত মুসল্লি একত্রিত হয়ে এ সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন।
সমাবেশে বক্তারা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্হ আল-কোরআন পোড়ানোর প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা জানানোর অনুরোধ করেন। সেই সঙ্গে সুইডেন সরকারকে দেশটির উগ্রবাদীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানানো হয়।
উক্ত সমাবেশ ও মানববন্ধনে শ্যামপুর ইউনিয়ন ইত্তেফাকুল উলামার সম্পাদক হাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামা পরিষদের জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি শামসুদ্দীন। ইত্তেফাকুল উলামা মেলান্দহ ও ইসলামপুর উপজেলার যৌথ আয়োজনে ঘন্টাব্যাপি চলা সমাবেশে এছাড়াও বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা শাখার সম্পাদক মুফতি সোলায়মান, ইসলামপুর উপজেলার শাখার সম্পাদক, মা. আইয়ুব হোসেন, শ্যামপুর ইউনিয়নের সভাপতি মাও.আবুল হোসেন, মাও.খালেদ সাইফুল্লাহ,জুলফিকার, মনির, সানোয়ার, তাজুল ইসলাম, দেলোয়ার, সুলতান সহ অনেকেই।