Top
সর্বশেষ

পর্ণোগ্রাফি মামলার ২ আসামি গ্রেফতার

১০ জুলাই, ২০২৩ ১০:৪১ পূর্বাহ্ণ
পর্ণোগ্রাফি মামলার ২ আসামি গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ :

সিরাজগঞ্জের সলঙ্গা থানার দত্তকুশা উত্তরপাড়া গ্রামের একটি ইট ভাটায় অভিযান চালিয়ে পর্ণোগ্রাফি মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো-দত্তকুশা গ্রামের মোঃ আব্দুল মজিদের ছেলে মোঃ মোস্তাকিন হোসেন (১৯) ও একই গ্রামের মোঃ আব্দুল হানিফ আকন্দের ছেলে মোঃ আব্দুর রহিম (১৯)। র‌্যাব-১২’র লেফটেন্যান্ট কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃত আসামীরা একই এলাকার মোছাঃ মরিয়ম আক্তার (২২) কে অনেক দিন ধরে কু-প্রস্তাবসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। এক পর্যায়ে তারা সুযোগ বুঝে ভিকটিমের অর্ধনগ্ন ছবি ও ধর্ষণ চেষ্টার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করে।

পরবর্তীতে ধারণকৃত ভিডিও ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও তাদের অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করার হুমকি দেয়। সেই সাথে তারা ২০ হাজার টাকা দাবি ও শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে মরিয়ম আক্তার বাদী হয়ে সলঙ্গা থানায় তাদের বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ২০১২ ধারায় মামলা দায়ের করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম’র দিক নির্দেশনায় গত রোববার দুপুর সোয়া ২টার দিকে উল্লেখিত এলাকায় মের্সাস তন্ময় ব্রিকস; ফিল্ড’র ভিতরে অভিযান চালিয়ে পর্ণোগ্রাফি মামলার আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার